Sunday, September 18, 2011

যুক্তরাষ্ট্র সরকারের চেয়েও ধনী অ্যাপল



115401_800.jpgযুক্তরাষ্ট্র সরকারের কোষাগারে যে পরিমাণ অর্থ আছে তার চেয়ে বেশি অর্থ রয়েছে টেক জায়ান্ট অ্যাপলের কোষাগারে। যুক্তরাষ্ট্রের কোষাগারে এখন খরচ করার মতো অর্থ রয়েছে ৭৩.৭ বিলিয়ন ডলার, আর ৭৬.৪ বিলিয়ন ডলার রয়েছে অ্যাপলের। বিবিসি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার বর্তমানে অর্থসঙ্কটে রয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে ব্যয় করতে এখন দেনাও করতে হচ্ছে। তাই দেশটির সরকার কর বাড়ানোর জন্য বিল অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এদিকে, টেক জায়ান্ট অ্যাপল চলতি অর্থবছরে তাদের লাভের ধারাটা বজায় রেখেছে। জানা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে অ্যাপল ২০১০ সালের তুলনায় ১২৫ গুণ বেশি আয় করেছে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...