Tuesday, September 13, 2011

আইএমডিবি দা ইন্টারনেট মুভি ডাটাবেজ (IMDb)

মুভি দেখি না এমন লোক হয়তো এ যুগে খুঁজে পাওয়া দুষ্কর। যাদের পিসি আছে তাদের সবাইই অতি উৎসাহের সাথে অপেক্ষা করে যান কবে তার ছবিটি হলিউড বা বলিউডে রিলিজ পাবে। আর এখন তো মুভি জিনিসটা দিনে দিনে জীবন্ত হয়ে উঠছে। মানে বিশাল বিশাল এলসিডি মনিটর আর এইচডি বা ব্লুরে ভার্সন পর্দার মুভিকে করে তুলছে জীবন্ত। আর মনমাতানো সাউন্ড সিস্টেম আপনাকে দিচ্ছে হলে বসে মুভি দেখার মতোই অনুভূতি। আর এসব কিছুই আপনাকে আরো বেশি আগ্রহী করে তুলছে মুভির ব্যাপারে,তাই না? প্রায় সময়ই কত প্রশ্ন আসে আমাদের মনে,অনেক কিছু জানতে ইচ্ছে করে,পছন্দের পরিচালক বা নায়ক,নায়িকার ব্যাপারে কত কথা মনে আসে। কিন্তু প্রশ্নগুলা এতোই কঠিন যে এগুলা আর জেনে উঠা হয় না কারো কাছ থেকে।যাদের মনে এমন হাজার প্রশ্ন জাগে এবং যারা মুভির সব কিছু সব কিছুই জানতে চান তাদের জন্যই IMDb বা দা ইন্টারনেট মুভি ডাটাবেজ সাইটটি। নাম শুনেই বুঝতে পারছেন সাইটটার মহাত্ন সম্পর্কে অনেক কিছু। অনেকেই জানেন এটি সম্পর্কে কিন্তু তাও অনেক কিছুর আপনারা অজানা আমি নিশ্চিতভাবেই তা বলতে পারি। এই সাইটে পাবেন হলিউড থেকে শুরু করে বিশ্বের সব মুভি ইন্ডাস্ট্রিজের সমসাময়িক,পুরাতন কিংবা আগামীর সব খবরাখবর। আর যেহেতু নামের মধ্যে ডাটাবেজ শব্দটি আছে তারমানে যত পুরাতনই হোক এখানে আপনি সংশ্লিষ্ট সব খবরই পাবেন। বলিউডের সব খবরো এখানে আছে।সাইটের হোম পেজেই পাবেন চলতি বক্স অফিস,আসছে মুভির তালিকা,ডিভিডি/ব্লু-রে রিলিজের খবর,মুভি দুনিয়ার সব গরম খবর,এওয়ার্ডের তালিকা সহ আরো অনেক কিছু। পাবেন সর্বকালের সেরা মুভি সংশ্লিষ্ট অজানা সব কিছু।সেটা আপনি গেলেই দেখবেন।এবারে দেখি একটা মুভির ভিতরের খবর কিভাবে দেখবেন তা। মুভির নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন কাংখিত মুভি। সাথে সাথেই মুভির রেটিং,কলাকুশলী,রিলিজ ডেট,ধরণ থেকে শুরু করে যাবতীয় টেকনিক্যাল থিয়েটারিক্যাল তথ্য চলে আসবে আপনার সামনে।আরো পাবেন রিভিয়,মুভির মজার মজার খবর,বানানোর ভুল,পরিচালকের ভুল,হাস্যকর ঘটনা,শ্যুটিং লোকেশন,ছবির গ্যালারির মতো খবরাখবরও। আমার ব্যক্তিগতভাবে মুভির ভুলগুলা দেখতে অনেক মজা(!) লাগে।যেমন টাইটানিক মুভির ভুলের তালিকায় এন্ট্রির সংখ্যা ১৭৫টির মতো! বিশ্বাস হয়? না হলে নিজে গিয়েই দেখুন। আরেকটি পছন্দের লিংক হচ্ছে ট্রিভিয়া।মুভির পেছনের অনেক অজানা তথ্য এখানে থেকে পাবে না আপনি।যেমন টাইটানিকের কথা ধরি-লিউনার্ডো দা ক্যাপ্রিও ছিল নায়ক হিসেবে ২য় পছন্দ। মুভির জাহাজ ডেকোরেশনের বেশিরভাগটাই করেছে অরিজিনাল টাইটানিক ডেকোরেশন প্রতিষ্ঠানটিই। বলিউডের খোজ-খবরের জন্যও আইএমডিবি অনন্য।শুধু মুভির জন্যই নয়,প্রিয় চরিত্রের সব খবরের জন্যও আইএমডিবি প্রধান ভরসা অনেকের।যেকোন আর্টিষ্ট কিংকা পরিচালক বা প্রযোজকের কাজের সব ইতিহাস এখান থেকে অতি সহজেই জানতে পারবেন আপনি। আর এখানে পাবেন আসছে মুভির যাবতীয় সব খবর।সাথে সাথে চলতি টিভি সিরিয়াল গুলার খবরো এখানে আছে। সত্যি বলতে কি একবার এখানে এসে পড়লে এই সাইটটি ছাড়া আপনার মুভি দেখাই আর পূর্ণতা পাবে না। এই কথা বলাই যায়।
সাইট লিঙ্ক

2 comments:

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...