১।
পুলিশ বলছে চোরকে, লজ্জা করে না তোমার? এই নিয়ে তৃতীয়বার তুমি থানায় এলে!
চোর: স্যার, আমি তো মাত্র তৃতীয়বার, আপনি যে প্রতিদিনই আসেন!
২।
চোর ধরে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে পুলিশের টুপি উড়ে গেল ।
চোর: স্যার, আপনি অনুমতি দিলে আমি এক দৌড়ে আপনার টুপিটা এনে দিতে পারি ।
পুলিশ: আমাকে বোকা পেয়েছ? তুমি টুপি আনার নাম করে দৌড়ে পালাতে চাও, তা কি আমি বুঝি না ভেবেছ? চুপচাপ এখানে দাড়িয়ে থাকো, আমি টুপিটা নিয়ে আসছি!
৩।
পুলিশ বলছে হাবিলদারকে, তুমি কি চোরটাকে ধরতে পেরেছ?
হাবিলদার : না, স্যার । তবে চোরের ফিংগার প্রিন্ট সঙ্গে করে এনেছি ।
পুলিশ: কোথায়, দেখি?
হাবিলদার: স্যার, আমার গালে ।
৪। চোরকে বেধে রেখে পুলিশের কাছে নালিশ করতে এসেছে গেরস্ত ।
পুলিশ: আপনি বলছেন যে আপনি চোরকে চেয়ারের সংগে বেধে রেখে এসেছেন?
গেরস্ত: জি, স্যার । দুই পা চেয়ারের সঙ্গে ভালো করে বেধে এসেছি ।
পুলিশ: শুধু পা বেধেছেন?
গেরস্ত : জি স্যার ।
পুলিশ : গর্দভ কোথাকার ! মুখ না বাঁধলে চলবে কি করে? সে তো সাহায্যর জন্য অন্য কাউকে ডাকলেই তার বাধন খুলে দিয়ে যাবে ।
৫।
অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য একটা দ্বীপে বন্দি করে রাখা হতো । সেই দ্বীপের প্রবেশদ্বারে অপরাধী এক পুলিশ, এক চোর আর এক ছিনতাইকারীকে আটক করল দ্বীপের দারোয়ান ।
দারোয়ান : এই দ্বীপে লোকসংখ্যা খুব বেশী হয়ে গেছে । তোমাদের তিনজনকে জায়গা দেওয়া সম্ভব না ।আমি তোমাদের তিন জনকে একটা করে প্রশ্ন করব । যে সঠিক উত্তর দিতে পারবে না, শুধু তাকেই দ্বীপে যেতে হবে । বাকিরা আপাতত বাইরেই থাকবে ।
দারোয়ানের কথা শুনে পুলিশ, চোর ও ছিনতাইকারীর মনে আশার সঞ্চার হলো ।
দারোয়ান : প্রথম প্রশ্ন করব ছিনতাইকারীকে ।
বলো তো, সবচেয়ে বেশীসংখ্যক যাত্রী নিয়ে কোন জাহাজ ডুবে গিয়েছিল?
ছিনতাইকারী : টাইটানিক ।
দারোয়ান : সঠিক উত্তর । এবার চোর, তুমি বলো । জাহাজটিতে যাত্রীর সংখ্যা কত ছিল?
চোর: আমি টাইটানিক ছবিটা দেখেছি । যত দুর মনে পড়ে যাত্রীর সংখ্যা ছিল ৪৪৫৬ ।
দারোয়ান : উত্তর সঠিক । এবার পুলিশের পালা ।
পুলিশকে প্রশ্ন করার আগেই সে ডুকরে কেদে উঠল ।
দারোয়ান : কাদছো কেন?
পুলিশ : আমি তাদের সবার নাম বলতে পারব না!!!
৬।
দারোগা : ব্যাটার সাহস কত? আম রয়েছি এই থানায় আর হারামজাদা কিনা থানার সামনের বাড়িতেই সিঁধ কেটেছে! কেনরে, হতভাগা?
চোর : হুজুর! আমি নতুন চোর। এখনো পিঠের অভ্যাসটা হয় নি। যদি ধরা পড়ি তা হরে আপনি এসে উদ্ধার করবেন, এই ভরসায়ই তো…..
No comments:
Post a Comment