Friday, October 28, 2011

সকল বন্ধুদের লিস্টটি ব্যাকআপ করে নেয়া । আর সেই সুবিধা দিতে এসেছে “ফ্রেন্ডস লকার”

আজকাল মানুষের দৈনন্দিন জীবণ যাপনের সকল যোগাযোগ মাধ্যমই যেন হয়ে গেছে ভার্চুয়াল। কতশত ঘটনা যে রোজ ঘটছে ফেসবুক ঘিরে।অনেকের ব্যাংক আ্যাকাউন্টের মতোই আগলে রাখে নিজের ফেসবুক আ্যাকাউন্ট। কে যে কখন হ্যাক করে, কখন যে ফেসবুক প্রোফাইলটা ব্লক করে দেয় কোন গ্যারান্টি নাই । আর নিজের প্রোফাইল হারানো মানেই সকল বন্ধুদের হারানো । এমন পরিস্থিতিতে পরার আগেই সকলের উচিত নিজের সকল বন্ধুদের লিস্টটি ব্যাকআপ করে নেয়া । আর সেই সুবিধা দিতে এসেছে “ফ্রেন্ডস লকার” ।রোজ রোজ শত শত আ্যপলিকেশনের মতো এটিও একটি। এখানে আপনি আপনার সকল বন্ধুদের নাম সহ তাদের প্রোফাইল লিংক সংরক্ষণ করতে পারবেন । কখনো যদি আপনার এমন প্রোফাইল কাজ না করে তাহলে আপনি নতুন প্রোফাইল বানানোর পর এই প্রোগাম থেকে আপনার সকল বন্ধুদের লিস্ট দেখতে পারবেন এবং আপনার সকল বন্ধুর প্রোফাইল লিংক থেকে সকল বন্ধুর সাথে আবার সংযুক্ত হতে পারবেন ।
http://apps.facebook.com/friends-locker/

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...