আজকাল মানুষের দৈনন্দিন জীবণ যাপনের সকল যোগাযোগ মাধ্যমই যেন হয়ে গেছে ভার্চুয়াল। কতশত ঘটনা যে রোজ ঘটছে ফেসবুক ঘিরে।অনেকের ব্যাংক আ্যাকাউন্টের মতোই আগলে রাখে নিজের ফেসবুক আ্যাকাউন্ট। কে যে কখন হ্যাক করে, কখন যে ফেসবুক প্রোফাইলটা ব্লক করে দেয় কোন গ্যারান্টি নাই । আর নিজের প্রোফাইল হারানো মানেই সকল বন্ধুদের হারানো । এমন পরিস্থিতিতে পরার আগেই সকলের উচিত নিজের সকল বন্ধুদের লিস্টটি ব্যাকআপ করে নেয়া । আর সেই সুবিধা দিতে এসেছে “ফ্রেন্ডস লকার” ।রোজ রোজ শত শত আ্যপলিকেশনের মতো এটিও একটি। এখানে আপনি আপনার সকল বন্ধুদের নাম সহ তাদের প্রোফাইল লিংক সংরক্ষণ করতে পারবেন । কখনো যদি আপনার এমন প্রোফাইল কাজ না করে তাহলে আপনি নতুন প্রোফাইল বানানোর পর এই প্রোগাম থেকে আপনার সকল বন্ধুদের লিস্ট দেখতে পারবেন এবং আপনার সকল বন্ধুর প্রোফাইল লিংক থেকে সকল বন্ধুর সাথে আবার সংযুক্ত হতে পারবেন ।
http://apps.facebook.com/friends-locker/
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment