Thursday, October 6, 2011
স্টিভ জবস্ যদি বাংলাদেশের হয়ে মারা যেতেন তবে এমন হতে পারত......
সরকারী দল: ইন্নালিল্লাহে........................রাজিউন, দেশ তার মত এমন দক্ষ রাজনীতিবিদ, প্রশিক্ষক, মুক্তিযোদ্ধা ও দেশদরদী নেতা ও প্রযুক্তিবিদকে হারল, দোয়েলের নির্বাহী থাকাকালীন বিরোধীদল তাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তদন্ত কমিটি গঠন করা হল!
বিরোধী দল: সরকারের এ মন্তব্য ভুয়া, অভিযোগ ভিত্তিহীন, স্টিভ জবস্ ছিলেন একজন গুনী ব্যক্তি, এই সরকার সবসময় তাকে নজরদারিতে রাখতো, তার মৃত্যু স্বাভাবিক ছিলনা। এছাড়া তাকে ভাল চিকিৎসা দিতে সম্পুর্ন ব্যর্থ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আর কোন জবস্ কে এভাবে হারাতে চাইনা। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই!
সুশীল সমাজ: স্টিভ জবস্ বাংলাদেশের একজন সম্পত্তি নয় সম্পদ, তাকে হারিয়ে আমরা দিশেহারা। আও্য়ামীলীগ ও বিএনপি ঠিক না হলে আমরা এমন অনেক জবস্ হারাব।
মিডিয়া: জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও দোয়েলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস্ আর নেই, তিনি আজ............................. গেছেন। এদিকে স্টিভ জবস্ এর মৃত্যুর ঘটনায় জঙ্গি গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবির এর মধ্যে তুমুল সংঘর্ষে ঢাবি রণক্ষেত্র।
উইকিলিকস্: মার্কিন তারবার্তা থেকে প্রকাশিত গোপন নথিতে জানা গেছে, স্টিভ জবস্ এর মৃত্যুর খবর মার্কিন প্রশাসন আগেই জানত!
মানবাধিকার কমিশন: স্টিভ জবস্ এর মৃত্যুকে কেন্দ্র করে ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
জনগন: হায় হায় বাংলাদেশ, স্টিভ জবস্ এর মৃত্যু নি্যে রাজনীতি!
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment