Thursday, October 6, 2011

পরীক্ষার আগের দিনঃ

পরীক্ষার আগের দিনঃ
সকাল ১০টা- ঘুম থেকে উঠলাম
১১টা- নাস্তা
১২টা- A+ পাওয়ার চিন্তা করতেসি
১টা- একটু কম্পুটারে নেট ইউজ করলে পড়ালেখায় ক্ষতি হয় না!;)
...২টা- দূর একটা ঘুম দেই;)
৪টা- আয় ছেলেরা আয় মেয়েরা ক্রিকেট খেলতে যাই
৭টা- A+ হবে না, A পাওয়ার চিন্তা করতেসি
৮টা- বই খুজতেসি!
৯টা- এখনো বই পাইনি, যাই কারো থেকে ফটুকপি নিয়া আসি
১০টা- রাতের খাবার
রাত ১১টা- ও আল্লাহ কোনরকম পাশ করায় দিও

পরীক্ষা পর- ৩৩ পাইলেই কাম হইসে;

একবার ৩২ পেয়ে ফেইল করসিলাম;'( সবার থেকে যা যা শুনতে হইসে-

বাবাঃ আমার ঘর থেকে বের হয়ে যা নালায়ক!
মাঃ তরে মিছা মিছাই বড় করলাম!
গার্লফ্রেন্ডঃ আমার এক্স সবসময় ভাল রিসাল্ট করত!
...ফ্রেন্ডঃ আব্বে শালা তুইও;)

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...