Thursday, October 6, 2011

সিমবিয়ান হ্যাকিং

প্রয়োজনীয় ফাইল ডাউনলোডঃ

প্রথমে নিচের ফাইলদুটি আপনার ফোনে ডাউনলোড করে নিন-

হ্যাকিং-

১। প্রথমে "1. NortonSymbianHack" ফাইলটি আপনার ফোনে ইন্সটল করুন। এরপর এপ্লিকেশনস এ গিয়ে Norton Security নামের এপ্লিকেশনটি রান করুন।

২। এর পর Options > Anti-Virus এ যান এবং Quarantine list এ ক্লিক করুন। এরপর Options থেকে Restore এ ক্লিক করুন এবাং Yes করুন।

৩। এরপর Exit করে বের হয়ে আসুন এবং এপ্লিকেশনটি আপনার ফোন থেকে রিমুভ করে দিন। (এপ্লিকেশন ম্যানেজার থেকে রিমুভ করলে Symantec Symbian Hack নামের এপ্লিকেশনটি রিমুভ করুন)

৪। এরপর "1. RomPatcherPlus_3.1.sisx" ফাইলটি আপনার ফোনে ইন্সটল করুন। ইন্সটল শেষে এপ্লিকেশনটি চালু করুন। এবং নিচের মত Install Server RP+ এবং Open4all RP+ প্যাচদুটিতে ট্যাপ দিয়ে টিক চিহ্ন দিয়ে দিন।

এরপর Options এ গিয়ে Patch দুটিকে Add to Auto তে দিয়ে দিন।

ব্যাস এখন আপনার ফোনটি সফলভাবে হ্যাক হয়ে গিয়েছে। :D এখন আপনি আপনার ফোনে ইচ্ছামত যেকোন সাইন/আনসাইন/ক্রাক/রিপ্যাক সকল প্রকার এপ্লিকেশন ইন্সটল করতে পারবেন।

সফল হলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন

----------------------------------------

নোটঃ যদি কারো টিক চিহ্ন না হয়ে ক্রস চিহ্ন আসে তাহলে আমার পরবর্তী টিউনটির জন্য অপেক্ষা করুন-

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...