ব্লগার আসিফকে লেখা-লেখিবাদ দেয়ার নসিহত পুলিশের
নীচে দেখেন
১. আপনি আর লিখতে পারবেন না। লেখালেখির দরকার কি?
২ চাকরি-বাকরি করেন।
৩ বিয়া-শাদী করেন।
৪ লেখালেখি করে কেউ কিছু করতে পারে নাই।
৫ বাকস্বাধীনতা-নীতিনৈতিকতা দিয়ে জীবন চলে না।
৬ রাষ্ট্র কোনো এথিকস্ মানে না। রাষ্ট্র দেখবে আপনি তার পক্ষে না বিপক্ষে। বিপক্ষে গেলেই আপনার ওপর নির্যাতন নেমে আসবে।
অন্যান্য বিষয়ের মধ্যে আসিফকে জিজ্ঞাসা করা হয় তিনি নামাজ পড়েন কি না, ঈদ পালন করেন কি না, পূজায় যান কি না, শুকরের মাংস খান কি না।
আমাদের পুলিশ রা এখন ডিজিটাল সব খবর রাখেন
কয়েকদিন পর হয়তো আমাকে ও আইনের লোকজন এইভাবে ধড়ে নীয়ে যাবে । বাট আমি তো আর আসিফের মতও কেও না .. বরং সামূর ব্লগার রা আরও আলহামদুলিল্লাহ বলে খূশী হয়ে যাবে ।।
আমার সামূ পোস্ট গুলাতে ''সিসি ক্যামেরা" লাগামু ভাবতেছি,তার পর লেইখা দিমু, "সিসি ক্যামেরার আওতাভূক্ত এলাকা" হঠাৎ করে পেইজ খুলে কাপড় চেঞ্জ করার পর কেউ যেন আবিস্কার না করেন যে সে সিসি টিভির আওতায় আছেন।আরও কিছু নতুন নতুন যায়গা সাজেস্ট করেন তো দেখি যেখানে সিসিটিভি লাগানো যায়...
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment