Monday, October 31, 2011
ডেসটিনি এবং কিছু অভিজ্ঞতা (ফান পোষ্ট).
এক.
একদিন শুক্রবার গেলাম এক বড় ভাই এর দাওয়াত এ। কিন্তু এই দাওয়াত যে ডেস্টিনির, তা বুঝতে পারছি, "তোমার নাম কি? ইয়েস, ইয়েস" শুনে। এদের নাম জিগাইলেও ইয়েস, ইয়েস করতে থাকে। বাংলার তামাম বেকুব গুলান মনে হয় এইখানেই গিয়া একত্রীত হয়।
দুই.
৬ মাস ডেসটিনিতে থেকে অন্যের কাছে ছোট হওয়া, সবাইকে পন্য মনে করা, নিজের পার্সোনালিটি বিকিয়ে দেবার পর বুঝেছি, আর বেশি দিন থাকলে আমি ভোদাই ই হয়ে বেরুতাম, নিজের এলাকায় নিজের ইজ্জত শুন্যের কোঠায় নেমে গিয়েছিল -Emran Ahmed
তিন.
আমাদের মত হুযুগে মাতাল দেশের লোকজনদের সাথে বাটপারি করে শালারা হাজার কোটী টাকা কামিয়ে নিচ্ছে...বিনিময়ে অসহায় মানুষগুলু পাচ্ছে অপূর্ণ Destiny cycle আর মানুষের গালাগালি...আমি খুব অবাক হই যখন দেখি কিছু শিক্ষিত মানুষও নিজের অল্প লাভের জন্য এসব বাটপারির সাথে নিজেকে জরাচ্ছে এবং অন্যদের convince করছে...আমার কথা হচ্ছে আপনারা অন্যকে convince করতে গিয়ে যে সময় ফালতু ব্যাপারে চাপাবাজি করে নস্ট করছেন্।।সে সময়টা কোন productive কাজ করে তার চেয়ে বেশি income করতে পারবেন...আর যদি destiny করতেই হয় তাহলে অন্নের জন্য চাপাবাজি না করে নিজেই একটা mlm খুলে নিজের জন্য চাপাবাজি করেন...।
-Musafir Ali
চার.
অশিক্ষিত পোলাপাইন যখন টাই পইরা ঘুরে তখন মনডা চায় টাইয়ের মাথাডা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির পিছে বাইন্ধা দেই। ওই বিল্ডিঙ্গে যাওয়ার মর্মান্তিক অভিজ্ঞতা আমার ও হইছিলো!!! -Rifatul Islam Chayon
পাঁচ. undefined
প্রথম ব্যাক্তি: আমাকে ১০ হাজার টাকা ধার দাও প্লিজ।
দ্বিতীয় ব্যাক্তি: আচ্ছা দিব না হয়, কিন্তু কবে ফেরৎ দিবেন?
প্রথম ব্যাক্তি: বেশি না, মাত্র ১২ বছর পর, কিন্তু তুমার আরেকটা শর্ত/সুযোগ আছে..
দ্বিতীয় ব্যাক্তি: কি শর্ত?
প্রথম ব্যাক্তি: তুমি যদি এরকম দু'জন লোক যেগাড় করে দিতে পার যারা আমাকে ১০ হাজার টাকা করে ধার দিতে পারবে, তাহলে তোমাকে ৬০০ টাকা ফেরৎ দিয়ে দিব।
দ্বিতীয় ব্যাক্তি: আর বাকিটা?
প্রথম ব্যাক্তি: তোমাকে এরকম ৩৩ জন লোক যোগাড় করে দিতে দিতে হবে যার আমাকে ১০ হাজার টাকা করে (৩৩*১০০০০=৩৩০,০০০) টাকা দিবে, তাহলে তোমার পুরা টাকাই ফেরৎ দিয়ে দিব।
দ্বিতীয় ব্যাক্তি: (দ্বিতীয় ব্যাক্তি মহাখুশি হয়ে পকেট থেকে ১০ হাজার টাকা বের করে দিল)
এই দুই ব্যাক্তিকে আপনি কি বলবেন? মহা উন্মাদ? আরে না! এদের একজন ডেসটিনি কর্মী, আরেকজন নব্য যোগ দেয়া ডিস্ট্রিবিউটর।
ছয়.
উইক এন্ড-এ সবাই নিশ্চয়ই দেরি করে উঠেছেন। এই নিন.. চা অথবা কফি যেটা ভালো লাগে।
পুনশ্চঃ চা-কফি খাওয়ানোতে আমাদের আর ডেস্টিনি রোগীদের মধ্যে পার্থক্য জানেন? আমরা সবাই খাওয়াই নিঃস্বার্থভাবে, ভাবি, 'জীবনটাতো খারাপ না'। আর ওরা ভাবে 'একবার যদি তোরে ফাঁদে ফেলতে পারি তাহলে কমিশন তো তুলবই, চায়ের বিলটাও তুলব'।
সাত.
Boy: Marry me.. ?
Girl: Do you have a house.. ?
Boy: No..
Girl: Do you have a BMW car.. ?
Boy: No..
...Girl: How much is your salary.. ?
Boy: No salary.. but,..
Girl: But?
Boy: I am a distributor of DESTINY. I will have everything in 2012. I will do everything...
Girl:O accha...!! Tui tahole destiny vo***? Sha**... dure giya mor!
আট.
বাঙালীর আকাশ কুসুম স্বপ্ন দেখা যতদিন থাকবে ততদিন ডেস্টিনি থাকবে।৯০% সদস্য যারা ধরা খাওয়ার পর খামোশ হইয়া যায় তখন বাকী ১০জন সেই টাকায় কোটিপতি হওয়ার লাইনে থাকে। ৯০জনের দলে যারা থাকে তারা মামলা-হামলা কিছুই করতে যায় না,মনে করে হারাইছি তো হারাইছি,আর যামুনা।আর বাটপাড় ১০জন চিরকালই আরো ৯০০জনকে স্বপ্ন দেখাইয়া চলে।৯০জনের ডেস্টিনি(ভাগ্য) নিয়া ১০জনে নিজের ডেস্টিনি গড়ে।
আপনি যদি তুরুদ্দুম বাটপাড় হয়া থাকেন তবে আপনার জন্যই ডেস্টিনি।
নয়.
১ম ব্যাক্তি: কিছুদিন থেকে আমার পেছনে লাগছে এই বাহিনী। আঠারমত .. বলে ৬ মাস পর নাকি ৫০ হাজার করে ইনকাম করা যাবে।
২য় ব্যাক্তি: ওদের মধ্যে ৬ মাস আগে যারা ঢুকছে তাদের কাছে ৫০০০ টাকা ধার চান!! ツ ツ ツ
বি:দ্র: ইন্টারনেট অবলম্বনে (ফেসবুক)
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment