Saturday, October 1, 2011

বাটারফ্লাই ণীহারিকা।

বাটারফ্লাই ণীহারিকা এর আর একটি নাম বাগ ণীহারিকা (NGC 6302)।এর ইতিহস থেকে জানা যায় এটি একটি মৃত তারা, যা প্রথমে একটি লাল দানব (red giant) তারা ছিল যার ব্যাস সূর্য থেকে ১,০০০ গুন বড় ছিল। এর বহিরাবরন বাইরে ছড়িয়ে পড়ে এই প্রজাপতি আকার ধারন করে। ণীহারিার দুই পাশ্বে গ্যসের তাপ মাএা nearly 20,000 degrees Celsius,।এই গ্যাস প্রতি ঘন্টায় এক মিলিয়ন কিঃমিঃ বেগে ছড়িয়ে পড়ছে। এর কেন্দ্রে যে তারাটি আছে তার তাপমাএা ( 220,000 degrees Celsius),এটি ৩,৮০০আলোকর্ষ দুরে অবস্হিত, এবং এটি ২ আলোকবর্ষ চওড়া। এটি স্করপিয়স (Scorpius) ও সেন্টারাস (Centaurs) মন্ডলের মাঝামঝি অবস্হিত। ছোট দুরবীনে দেথা য়ায়। ম্যাপ সৌজন্যে: Click This Link

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...