মানুষ কোথা থেকে আসে আর কোথায় যায় ?
পৃথিবীর সব মানুষকে আমি প্রশ্ন করলাম- বলুনতো মানুষ কোথা থেকে আসে আর কোথায় যায় ? এর উত্তরে নানান জনের নানান মতামত ।
আমি কি বলি শুনুন ।" মানুষ কোথা থেকে আসে"-এই প্রশ্নের উত্তর দিই। আমরা প্রত্যেকেই জানি এবং দেখেছি যে মানুষ মায়ের গর্ভ থেকে আসে । মায়ের গর্ভ থেকে দু রকমের মানুষ আসতে পারে- নারী অথবা পুরুষ । আবার এই নারী বা পুরুষ মৃত বা জীবিত হতে পারে । যার সৃষ্টি নেই তার ধ্বংস নেই । আর সৃষ্টি হলেই ধ্বংস হবে- বিজ্ঞানীদের কথা নাকি । আমি আগে ছিলাম না , তাহলে আমার জন্ম মানেই আমার নতুন সৃষ্টি । আর মৃত্যু মানে কি আমার ধ্বংস ? আমি বলি -না । আমি বলি জন্ম মানে- দেহ এবং প্রাণের মিলন । দেহ এবং প্রাণ একত্রিত হয়ে মানুষের জন্ম । আবার দেহ আছে অথচ প্রাণ নেই এমন মানুষের জন্ম হতেই পারে।
আর মৃত্যুর অর্থ হলো- দেহ এবং প্রাণ আলাদা হয়ে যাওয়া । দেহ থেকে প্রাণ আলাদা হলেই মৃত্যু। মানুষের মৃত্যুর পর দেহটা আমরা দেখতে পাই। প্রাণটা দেখতে পাই না। দেহটাকে ধ্বংস করতে পারি। কিন্তু প্রাণ ধ্বংস করবো কি করে ? প্রাণ যেখান থেকে এসেছিল প্রাণটি সেখানেই ফিরে যাবে । তাই মৃত্যুর পর প্রাণ ভূত হয়ে ঘুরতে থাকে । তারপর এই প্রাণ-ভূত মানুষের শরীরে ঢোকে আবার বের হয় , এই রকম করতে করতে এক সময় প্রাণ-ভূত মায়ের গর্ভে ঢোকে ।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment