ভোডের সময় হেতি কইছে
দশ টিঁয়া সের চাইল দিব
বালা মন্দ দেখব হেতি
যে জন ডোঙ্গায় ভোড দিব।
হোলা-মাইয়ার লেয়া হড়া
বিনা হইসায় চালাইব
অল্প-হইসায় হগল জিনিস
বেক মাইনেষরে খাওয়াইব।
হেতি অন হিরি গেছে
হন্চাষ টিঁয়ায় চাইল্ বেছে
হারা দেশে মারামারি
হেতিরা সব ঘুম গেছে।
হারাদিন কাম কইল্যে
হেডের ভাত জুডে না—
চৌয়ে-মুয়ে আঁধার দেহি
বিজলী ওতো থায়ে না।
দিন-দুহুরে খুন-খারাবি
চাঁদাবাজি চইলছে বেশ,
লুডি-কাডি খাইছে সবাই
বালা নাকি চইলছে দেশ।
চাইল নাই, ডাইল নাই,
বিজলী নাই ঘরে,
গ্যাস-হানির টানাটানি
হুরা শহরে।
মিছা কইয়া ভোড নিয়া
অইছে মিনিস্টার,
ভোডের লাই আইলে আবার
সবাই মিলি হিঁছা মার।
হাডা বাঁশে গোডা জাতি
আঁটকি গেছে ভাই,
হেতাগারে না দোড়াইলে
আংগো বাঁচন নাই।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
No comments:
Post a Comment