Thursday, October 6, 2011
গরমে শরম থাকে না
কে বলে বাংলাদেশ ছয় ঋৃতুর দেশ এখন তো শুধু গরম আর গরম । কারেন্ট টা চলে গেলেই বারোটা বেজে যায় । শহরের বাড়ি গুলো যেন গরম চুলা হয়ে থাকে । ছেলেদের বোধ হয় একটু বেশিই গরম লাগে, কারেন্ট চলে গেলেই গেঞ্জি খুলে ফেলতে হয়, তা না হলে হয়তো ঘামাচি হয়ে একাকার হয়ে যেত। এক্ষেত্রে মেয়েদের ধৈর্য আমকে বিষ্মিত করে, মেয়েদের সত্যি অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়, শারিরিক গত কারনেই হোক অথবা সামাজিক কারনে অথবা লজ্জার কারনে হোক তারা গরমে আমাদের মতো আচারন করে না, আর এই গরমে রান্না করার সময় কি অবস্থা হয় তারাই বলতে পারবে, তাছাড়া শারিরিক কত কারনে একটা নির্দিষ্ট সময়ে মেয়েদের অস্বাভাবিক গরম অনুভব করে সম্ভাবত মনোপোজ প্রিয়ড, সে রকম যদি ছেলেদের হতো তাহলে দেখা যেত ছেলেরা নগ্ন হয়ে রাস্তায় হঠাৎ হঠাৎ দৌড়া দৌড়ি করছে । এটাও হতে পারে তাদের আসলেই একটু কম লাগে । বিদেশিদের কথা আলাদা সেখানে মেয়েরা অনেক বেশি স্বাধীনতা পেয়ে থাকে । আমি একবার চেষ্টা করেছিলাম এক্ষেত্রে মেয়েদের মতো ধৈর্য ধারন করতে , ঠিক করেছিলাম যতই গরম লাগুক গেঞ্জি খুলব না , খুব বেশি হলে এক ঘন্টা আমি আমার কথায় টিকে থাকতে পেরেছি । সত্যি মেয়েদের ধৈর্য অনেক বিষয়ে অসীম তাদের ধৈর্য ছেলেদের মতো হলে হয়ত সংসার একটা বাজার হয়ে যেত । তারপরও গরমতো গরমই ছেলে হোক আর মেয়ে হোক সবাই কে ঘামিয়ে দেয়, শরম ভুলে খালি গা থাকতে বাধ্য করে ।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment