Monday, October 31, 2011

Dell Inspiron N5030 – সাধ্যের মধ্যে বাজারের সবচেয়ে ভাল ল্যাপটপ


ডেল এর ল্যাপটপ নিয়ে নতুন করে বলার কিছু নাই । মানুষ ল্যাপটপ কিনতে গেলে প্রথমে ডেল এর ল্যাপটপ দেখে । প্রবল জনপ্রীয়তার কারণ হচ্ছে এদের ব্রান্ডের ল্যাপটপে তেমন একটা তাপ উৎপন্ন করে না । ব্যাটারি ব্যাকআপ অন্য সব কোম্পানির থেকে অনেক বেশী । আজ আমি একটা কথা বলব Dell Inspiron N5030 ল্যাপটপ নিয়ে । আপনারা নিজেরাই নিচের ফিচার দেখতে বুঝতে পারবেন কেন আমি Dell Inspiron N5030 কিনতে বলছি । তার আগে বলে নিই এই ল্যাপটপে আপনি বাংলাদেশর যে কোন জায়হায় ১বছরের ওয়ারেন্টি পাবেন । সুতারং নিশ্চন্তে কিনতে পারেন –

Dell Inspiron N5030 এর ফিচার (বিস্তারিত……………)
PROCESSOR ---ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর
RAM ---৪GB, DDR3
Hard Disk ---৩৬0GB
Display ---15.6" LED
Optical Drive ---DVD Writer
Graphics Card---Intel New HD 300MB
Networking ---LAN/WLAN/WiFi
Webcam ---yes
Battery ---6 hours Backup
Price in Bangladesh ---click here for current price
OS- --- ORIGINAL windows Seven
বাংলাদেশে এই ল্যাপটপের দাম ---বর্তমান বাজার দর জানতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...