Saturday, November 19, 2011

ফেসবুকে ব্লগের ফ্যান পেজ তৈরি করা

আমরা যারা ইন্টারনেটের সাথে যুক্ত আছি তাদের অনেকেরই আমার মত ব্লগ লেখার শখ আছে এবং অনেকে লিখছেন। ব্লগের একটি প্রয়োজনীয় অংশ হল ব্লগের ফ্যান পেজ। এর মাধ্যমে আপনার ব্লগের ফ্যানরা নিয়মিত ফেসবুকের মাধ্যমে আপনার ব্লগের আপডেট পেতে পারবে। এছাড়া ব্লগের ভিজিটর বাড়েতেও এটি অনেক গুরুত্ব রাখে। আজ দেখাব কিভাবে একটি ফ্যান পেজ তৈরি করা যায়। ফেসবুকে ফ্যান পেজ অনেকে তৈরি করলেও যে ঝামেলাতে পড়েন তা হল ব্লগের পোষ্ট সয়ংক্রিয় পেজের ওয়ালে পোষ্ট করার পদ্ধতি খুজে পান না। নিচে ফ্যান পেজ তৈরি বিস্তারিত বর্ননা দেয়া হল।

প্রথমে ফেসবুকে লগঅন করুন এবং নিচের লিঙ্কে প্রবেশ করুনঃ

https://www.facebook.com/pages/create.php

তাহলে নিচের মত একটি পেজ আসবে। সেখান থেকে Brand or Product বাক্সে ক্লিক করুন।

তারপর choose a category থেকে Website সিলেক্ট করে তার নিচের বক্সে আপনার ব্লগের নাম লিখুন ও চেক বক্সটি চেক করুন এবং Get Started বাটনে ক্লিক করুন।

এবার যে পেজ আসবে সেখান থেকে Upload an Image এ ক্লিক করে আপনার পেজের জন্য একটি পিকচার সিলেক্ট করে দিতে পারেন। তারপর Continue এ ক্লিক করুন।

তারপর আবার Continue বাটনে ক্লিক করুন।

এবার যে পেজ আসবে সেখানে Website বক্সে ব্লগের ঠিকানা এবং About বক্সে ব্লগ সম্পর্কে কিছু লিখে Continue বাটনে ক্লিক করুন।

এবার যে পেজ আসবে সেখানে থেকে Edit Page বাটনে ক্লিক করতে হবে।

তারপর যে পেজ আসবে সে পেজ থেকে Basic Information এ ক্লিক করে Category অংশে Websites & blogs সিলেক্ট করে পরের বক্সে আপনার ব্লগের বিষয় সিলেক্ট করে

Save Changes বাটনে ক্লিক করতে হবে। তারপর ব্লগের অন্য তথ্য গুলো নিজ দায়িত্বে দিন। কোন সমস্যা হলে কমেন্ট করবেন।

এবার দেখা যাক কিভাবে সয়ংক্রিয় ব্লগের পোষ্ট পেজে পোষ্ট করা যায়।
এ কাজটি করার জন্য একটা ফেসবুক এপ্লিকেশন ব্যবহার করতে হবে। তার নাম RSS Graffite. এপ্লিকেশনটিতে সরাসরি যেতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

http://apps.facebook.com/rssgraffiti/

তারপর যে পেজ আসবে সেখান থেকে Go to App বাটনে ক্লিক করুন।

তারপর Authorization required অংশ থেকে Click HERE to authorize RSS Graffiti বাটনে ক্লিক করুন।

তারপর যে পেজ আসবে সেখান থেকে Allow বাটনে ক্লিক করুন।

তাহলে আবার পুরনো পেজে ফিরে আসবে। সেখানে বাম পাশ থেকে Your Fan Pages অংশ থেকে আপনার পেজটিতে ক্লিক করুন। (আপনি ব্লগ পেজের সাথে আপনার নিজের Wall এ ব্লগের পোষ্ট গুলো সয়ংক্রিয় পোষ্ট করতে চাইলে নিচের কাজ গুলো সম্পন্ন করে আবার এ পেজে এসে Your Profile অংশ থেকে আপনার নাম সিলেক্ট করে নিচের কাজ গুলো আবার করতে হবে। এ পেজে আসার নিয়ম উপরে দেখানো হয়েছে।)

তারপর Add RSS Graffiti to this Fan Page অংশ থেকে Click Here to Add RSS Graffiti to this Fan Page বাটনে ক্লিক করুন।

তারপর Add RSS Graffiti বাটনে ক্লিক করুন।

এবার Click to authorize বাটনে ক্লিক করুন।

তারপর Allow বাটনে ক্লিক করুন।

এবার নিচের মত অংশ থেকে +Add feed বাটনে ক্লিক করুন।

এবার আপনার ব্লগের ফিড এর লিঙ্ক দিতে হবে। ফিড এর লিঙ্ক হল এরকম –
‘http://<আপনার ব্লগের ঠিকানা>/feed/’
যেমনঃ ‘http://iwwintricks.wordpress.com/feed/’
আশা করি আপনার ফিড লিঙ্কটি কেমন হবে তা বুঝতে পেরেছেন। আপনার ব্লগের ঠিকানার শেষে /feed/ যুক্ত করলেই তা ফিড লিঙ্ক হয়ে যাবে। এবার এই ফিড লিঙ্কটি Feed URL বক্সে লিখুন এবং Source Name বক্সে আপনার ব্লগের নাম লিখুন এবং Save বাটনে ক্লিক করুন।

এবার শেষ কাজ। Edit this Fan Page লেখাতে ক্লিক করুন।

তারপর Manage Permission এ ক্লিক করে Default Landing Tab থেকে Wall Paper সিলেক্ট করুন। এতে কেউ আপনার পেজে ঢুকলে সরাসরি আপনার ব্লগের পোষ্ট গুলোর একটি সয়ংক্রিয় সাজানো পেজ দেখতে পাবে।

এবার Save Changes বাটনে ক্লিক করুন।

ব্লগ পেজ তৈরি করা সম্পূর্ন শেষ। কাজটি সহজ তবে ধাপ বেশী। আশা করি সমস্যা হবে না। একবার কাজটি করলে পরের বার সহজ লাগবে। তারপরও সমস্যা হলে কমেন্টে বলবেন।
ধন্যবাদ।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...