কিছু কথা আগেই বলে রাখি। সবগুলোরই ভালো প্রিন্ট এসে গেছে। তাই খুজলেই পেয়ে যাবেন। সম্পূর্ণ আমার ব্যক্তিগত রিভিউ এটি। তাই অনেকের সাথে নাও মিলতে পারে।
Battle-Los-Angeles
আবারো পৃথিবীর উপর এলিয়েন এর হামলা নিয়ে জাকজমক মুভি। এই ক্যাটাগরীর মুভিগুলো নিয়ে তেমন উচ্চাশা না করেই দেখতে বলবো। পৃথিবীর উপর এলিয়েন হামলা করেছে। তাদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে আর সব মার্কিন সেনাদের মতোই একটি ইউনিট ঝাপিয়ে পড়ে। ভালই টাইমপাস মুভি। খারাপ লাগবে না।
Captain America The First Avenger
এই মুভিটি সত্যি কথা বলতে আমি বেশ এনজয় করেই দেখেছি। সবদিক থেকেই ওয়েল মেইড মুভি বলা যায়। বিখ্যাত কমিক চরিত্র Captain Americaকে কে না চিনে ? কিন্তু কিভাবে আসলো এই Captain America ? সেটিই দেখানো হয়েছে এখানে। বেশ ভালই বলতে হবে।
Diary of a Wimpy Kid 2 Rodrick Rules
খুব মজা দেওয়া Diary of a Wimpy Kid এর সেকেন্ড পর্ব এটি। আগের মুভির প্রায় সবাই এই মুভিতেও আছে। এই পর্বে Greg এবং বড় ভাই Rodrick এর সম্পর্কের উপর জোর দেয়া হয়েছে। প্রথম পর্বের উচ্চাশা অবশ্য এটি মিটাতে পারেনি। তারপরও টাইমপাস মুভি হিসেবে চালিয়ে যেতে পারেন।
Everything Must Go
Will Ferrall এর ড্রামা মুভি। একদিন হঠাৎ করেই একজন মধ্যবয়স্ক লোকের চাকরী চলে যায় এবং wife তাকে বাড়ি থেকে বের করে দেয়। পকেটেও নেই তেমন টাকা। খুব খারাপ অবস্হায় পরে যায় সে। কিন্তু যত বাধাই আসুক না কেন....জীবন তো আর থেমে থাকবে না। জীবন তার আপন গতিতেই চলতে থাকে। চিত্রনাট্য কিছুটা স্লো মনে হয়েছে। খুব সাধাসিধে মুভি। আমার কাছে তেমন ভালো লাগে নি।
Green Lantern
আরেকটি কমিক চরিত্র নিয়ে নির্মিত মুভি। বিগ বাজেট, তারকাবহুল মুভি ছিল এটি। ভালো টাইমপাস হলেও আমার মনের আশা মেটাতে পারেনি মুভিটি। তাই বলে মুভিটিকে আমি খারাপ বলবো না। বলতে পারি আরো ভাল হতে পারতো মুভিটি।
Horrible Bosses
এটিকে বেশ মজার মুভিই বলতে হবে। অনেক মজা পেয়েছি এই মুভিটি দেখে। বেশ তারকাবহুল মুভি ছিলো এটি। তিনজন মধ্যবয়স্ক ভাল বন্ধু তিন জায়গায় চাকরী করে। কিন্তু এক জায়গায় তিনজনের মিল আছে। তিনজনের বসই দারুন বজ্জাত এবং অফিসে জ্বালিয়ে মারে। বিরক্ত হয়ে তিন বন্ধু মিলে বসদের খুন করে ফেলার সিন্ধান্ত নেয়। তারপরই নানা মজার ঘটনায় মুভিটি এগিয়ে যেতে থাকে। মজাই পাবেন দেখতে।
Priest
আমার কাছে এই মুভিটি দেখে মনে হয়েছে খুব আধুনিক টেকনোলজি ও বিগ বাজেটে নির্মিত শাকিব খান মার্কা বাংলা অথবা হিন্দী মুভি দেখছি আমি। মুভিটির ট্রেলার দেখার পরই কেন জানি মুভিটি দেখতে আমার তেমন আগ্রহ আসে নি। তারপরও কেন জানি দেখলাম এবং দেখে বিরক্ত হলাম। মানুষ বনাম ভ্যাম্পায়ারদের মধ্যকার লড়াই নিয়ে নির্মিত মুভি। কিন্তু কাহিনী বিন্যাস পুরো বাংলা মুভি। বিশ্বাস না হলে দেখুন।
Rise of the Planet of the Apes
একেই বলে মনে হয় মুভি। এ বছরের সেরা কিছু মুভির মধ্যে আমি নির্বিদ্ধায় একে রাখবো। কি অভিনয়, কি পরিচালনা, কি চিত্রনাট্য, কি স্পেশাল এফেক্ট !! সবদিক থেকেই মনোমুগ্ধকর দুঘন্টা কাটিয়েছি এই মুভিটি দেখে। এটির ব্যাপারে আর কিছু বলার নেই। প্রায় সবাই মনে হয় দেখে ফেলেছেন অথবা দেখার অপেক্ষায় আছেন।
Source Code
একেবারেই ভিন্নধর্মী প্লট নিয়ে নির্মিত সাই-ফাই এই মুভিটি আমার কাছে বেশ ভালই লেগেছে। বেশ কিছু নতুনত্ব আছে কাহিনীতে। আমেরিকা এক নতুন প্রযুক্তি আবিষ্কার করে। যার সফল প্রয়োগে দেশ আরো সিকিউরড থাকে এবং আরো উন্নতির পথে এগিয়ে যাবে। সেই প্রযুক্তির প্রথম পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। ভালো এনজয়বল বলেই আমি মেনে নিবো।
Super 8
আরেকটি এলিয়েন নিয়ে নির্মিত মুভি। কিন্তু এটির কথা আলাদা। স্টিভেন স্পিলবার্গ যে এটির প্রযোজক এবং জে.জে. আব্রামস হলেন পরিচালক। আবারো আমেরিকার এক ছোট শহরে হামলা করে এলিয়েন। সবাইকে মেরে ফেলতে থাকে। সেই শহরের ছোট কিছু ছেলের একটি গ্রুপ কাউকে না জানিয়ে সেই এলিয়েনের বিরুদ্ধে এক অভিযানে নামে। বাকিটুকু দেখে জেনে নিয়েন। তবে মুভিটি ভালো লাগবে বলেই মনে হয়। আমার কাছে বেশ লেগেছে।
Fast Five
অনেকদিন পর পরিপূর্ণ ও ওয়েল মেইড অ্যাকশন মুভি পেলাম। আবার হাজির বিখ্যাত মুভি ব্র্যান্ড। আগের সবাই থাকলেও এই পর্বের নতুন আকর্ষন ‘The Rock’। এবারের কাহিনীর জায়গা ব্রাজিলে। সবাই মিলে ব্রাজিলের এক পাওয়ারফুল ও ভয়ঙ্কর ব্যবসায়ীর বিরুদ্ধে নামে। মিশন একটাই। তাকে শেষ করে দিতে হবে। অনেক ভালো ও বেশ এনজয় করার মতোই মুভি এটি। সবদিক থেকেই ভালো লেগেছে মুভিটি। এটিও মনে হয় প্রায় সবাই দেখে ফেলেছেন।
Limitless
একজন ব্যর্থ লেখক একটি ড্রাগস এর সন্ধান পায়। যা খাবার পর মানুষের চিন্তা-শক্তি ক্ষমতা, নানা কিছুর অবজারভেশন ক্ষমতা অনেক বেড়ে যায়। সে এগুলো খেয়ে সফলতা পেতেও শুরু করে। কিন্তু তার সে জানেনা আরও ভয়ঙ্কন কিছু তার জন্য অপেক্ষা করছে। খুবই ভালো লেগেছে। বেশ থ্রিল পাবেন। প্যায়সা ঔসুল।
Win Win
একজন আইনজীবি তার পরিবার নিয়ে থাকে। কিন্তু টাকার কিছু সমস্যার জন্য সে কিছুটা হতাশ থাকে। তাই অনেকটা জোর করেই সে একজন বুড়োর দায়িত্ব নেই। কারণ এর জন্য সে পাবে মাসে ১৫০০ ডলার। কিন্তু হঠাৎ করেই সেই বুড়োর নাতি এসে হাজির হয়। ভালো ড্রামা মুভি। আমার ভালো লেগেছে।
The Conspirator
আব্রাহাম লিংকনকে হত্যা করা হয়েছে। এর জন্য দায়ীদেরকেও গ্রেপ্তার করা হয়। কিন্তু এক তরুণ আইনজীবির বিশ্বাস এদের মাঝে একজন নির্দোষ। সে তাকে বাচানোর সংগ্রাম শুরু করে। খুব উপভোগ্য মুভি। একদম সত্য ঘটনার উপর নির্মিত। বেশ ভালো মুভি।
Water for Elephant
একজন তরুন ভেট শিক্ষার্থী তার ফাইনাল পরীক্ষার দিন বাবা-মা মারা যাবায় অংশ নিতে পারে নি। সে এসে এক সার্কাস দলে যোগ দেয়। কিন্তু সার্কাস দলের মালিকের বউকে তার ভালো লেগে যায়। সবার ভালো না লাগতেও পারে কিন্তু ড্রামা এই মুভিটি আমার কাছে বেশ ভালো লেগেছে।
Kill The Irishman
১৯৭০ সালের দিকে আমেরিকার মাফিয়া জগত নিয়ে মুভিটি।যখন মাফিয়াদের ভিত নারিয়ে দেয় মাত্র একজন লোক। সত্যি ঘটনা নিয়ে মুভিটি ভালো লাগবে। মুভিটির রেটিং দেয়ার সময় আমি ইচ্ছে করে ১পয়েন্ট বাড়িয়ে দিয়েছি শুধুমাত্র Danny Greene এর সম্পর্কে নেট থেকে আরো জানতে পেরে।
The Lincoln Lawyer
এই মুভির কাহিনীও একজন আইনজীবিকে নিয়ে। একজন ধনীর নামে করা মামলা পরিচালনা করতে গিয়ে সে দেখতে পায় সেই ধনী লোকটির যেভাবেই হোক কেস জেতার সব ক্ষমতা আছে। কিন্তু একসময় সে তার পুরনো এক কেসের সাথে এই কেসের মিল খুজে পায়। মুভিটি একবার দেখতে বসলে শেষ না করা পর্যন্ত উঠা যায় না। এই মুভি নিয়ে আমার আলাদা পোষ্ট আছে। তাই কিছু বললাম না।
আমার পারসোনাল রেটিং........
Battle-Los-Angeles -4.5/10
Captain America The First Avenger - 7/10
Diary of a Wimpy Kid 2 Rodrick Rules - 6.5/10
Everything Must Go- 4/10
Green Lantern- 5.5/10
Horrible Bosses- 7/10
Priest- 2/10
Rise of the Planet of the Apes- 7.5/10
Source Code- 7/10
Super 8- 8/10
Fast Five- 7/10
Limitless-7.5/10
Win Win-7/10
The Conspirator-7/10
Water for Elephant-6.5/10
Kill The Irishman-7.5/10
The Lincoln Lawyer-7.5/10
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment