জনপ্রিয় ব্যান্ড ওয়্যারফেইজ এর ড্রামার এবং শেখ মনিরুল আলম টিপু।
টিপু জানালেন, আশির দশকের দিকে পাশ্চাত্যের রক ও মেটাল ব্যান্ড গুলোর গান শুনতেন খুব।
সেই গান গুলো থেকে অনুপ্রেরণা নিয়ে স্কুল পড়ুয়া এক দল বন্ধু মিলে গড়ে তুলেন বাংলা রক মিউজিকের প্রথম হেভি মেটাল ধারার ব্যান্ড ওয়্যারফেইজ।
প্রথম এলবামেই সফলতা পায় ওয়ারফেইজ।
ফোক,ক্ল্যাসিক,আধুনিক ইত্যাদি নানা ধারার গানের ভিড়ে হঠাত এই নতুন ধারার গান তরুন শ্রোতাদের সহজেই আকৃষ্ট করে।
No comments:
Post a Comment