Friday, November 18, 2011

হেভি মেটাল ওয়ারফেইজ



জনপ্রিয় ব্যান্ড ওয়্যারফেইজ এর ড্রামার এবং শেখ মনিরুল আলম টিপু।

টিপু জানালেন, আশির দশকের দিকে পাশ্চাত্যের রক ও মেটাল ব্যান্ড গুলোর গান শুনতেন খুব।

সেই গান গুলো থেকে অনুপ্রেরণা নিয়ে স্কুল পড়ুয়া এক দল বন্ধু মিলে গড়ে তুলেন বাংলা রক মিউজিকের প্রথম হেভি মেটাল ধারার ব্যান্ড ওয়্যারফেইজ।

প্রথম এলবামেই সফলতা পায় ওয়ারফেইজ।

ফোক,ক্ল্যাসিক,আধুনিক ইত্যাদি নানা ধারার গানের ভিড়ে হঠাত এই নতুন ধারার গান তরুন শ্রোতাদের সহজেই আকৃষ্ট করে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...