Friday, November 18, 2011

মোবাইল ফোনের জন্য অসাধারন একটি ব্রাউজার

মোবাইল ফোন এখন আর শুধুমাত্র কথা বলার জন্যই নয় বরং কমপিউটারের কাজ এখন মোবাইল ডিভাইসে করার চেষ্টা করা হচ্ছে। বলা যায় আস্তে আস্তে কমপিউটারের জায়গা দখল করে নিচ্ছে। মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং ও এখন বেশ জনপ্রিয় হয়েছে । যদি স্মর্ট ফোন হয় তাহলে তো ঝামেলাই থাকেনা কেননা তার জন্য অনেক ভাল ভাল এপলিকেশন আছে যেমন ইন্টারনেট ব্রাউজিং এর জন্য ফায়ার ফক্স। কিন্তু যত সমস্যা জাভা মোবাইল ফোনের ক্ষেত্রে। জাভা ফোন গুলোর ক্ষেত্রে বেশ সীমাবদ্ধতা আছে।

সাধারনতো জাভা ফোনে ইন্টারনেট ব্রাউজিং এর জন্য অপেরা মিনি ব্যবহার করা হয়। অপেরা মিনি অবশ্যই একটি ভাল ব্রাউজার কিন্তু যখন তাতে ফেসবুক, জিমেইল, গুগোল প্লাস ইত্যাদি জনপ্রিয় সাইট ব্রাউজ করা হয় তখন তা মোবাইল ভার্সন ওপেন হয়। যা বেশ বিরক্তিকর। আমার দেখা মতে কমপিউটারে ওয়েব সাইটের ইন্টারফেস এর সাথে এর কোন মিলই থাকেনা যার জন্য আসল মজাটাই ম্লান হয়ে যায়।

তহলে কি জাভা ফোন ব্যবহার কারিগন এসব ‍সুবিধা থেকে চিরদিন বচ্ঞিত থেকে যাবে? অবশ্য এর একটি সমাধান আছে। তা হল

বোল্ট ব্রাউজার। শুধু বোল্ট ব্রাউজারে বাংলা লেখা দেখা যায়না অর্থৎ বাংলা ফন্ট সাপোর্ট করে না। এর জন্য

BOLT Indic ভার্সন ব্যবহার করা যেতে পারে। ডাউনলোড করতে পারেন এখান থেকে

সুবিধাসমুহঃ

১) কম্পিউটারে অয়েব সাইট গুলো যে ভাবে শো করে ঠিক সেভাবেই মোবাইল ফোনে শো করে।

২) বেশ ভাল স্পিড পাওয়া যায়।

৩) ব্রাউজারে আছে বিল্ডইন মিডিয়া প্লেয়ার যার সাহয্যে ইউটিউব,ফেসবুক ইত্যাদি সাইট এর ম্যাক্সিমাম ভিডিও গুলো প্লে হয়।

৪) মাল্টিট্যাব ‍সুবিধা।

৫) ল্যান্ড স্কেপে দেখার সুবিধা।

৬) বেশ ইউজার ফ্রেন্ডলি

৭) বাংলা লেখা দেখতে কোন সমস্যা হয়না।

অসুবিধা সূমহঃ

১) ভিডিও প্লে করলে সাউন্ড কোয়ালিটি খারাপ এবং সাউন্ড অল্প হয়।

২) ডাউনলোড করতে মাঝে মাঝে বিরক্ত করে।

বিঃদ্রঃ- এখানে জাভা ফোন হিসেবে নকিয়া ২৭৩০ ক্লাসিক ফোন সেট ব্যবহার করা হয়েছে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...