অ্যান্ড্রয়েড ফোনে জিঞ্জারব্রেডই বেশি
এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাঁচটি সংস্করণ বাজারে এসেছে। আর একটি নতুন সংস্করণ শিগগিরই বাজারে আসবে। এ ছাড়াও নতুন আরেকটি অপারেটিং সিস্টেমের গুজবও রয়েছে। বর্তমানে ৫টি চালু সংস্করণসহ মোট ৭টি সংস্করণের নাম হচ্ছে কাপকেক, ডোনাট, একলেয়ার, ফ্রোয়ো, জিঞ্জারব্রেড, আইসক্রিম স্যান্ডউইচ এবং জেলি বিন।
মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড বাজার দখল করে রেখেছে ৪৭ শতাংশ। কিন্তু ট্যাবলেট কম্পিউটারে ব্যবহৃত অ্যান্ড্রয়েড হানিকম্ব হিসেবে ধরলে এই শতাংশ আরো বেশি।
অ্যান্ড্রয়েড সংস্করণ হিসেবে ফ্রোয়ো দখল করে আছে ৩৫.৩ শতাংশ, ইকলেয়ার ৯.৬ শতাংশ ডোনাট ১.৩ শতাংশ আর কাপকেক ০.৮ শতাংশ। আইসক্রিম স্যান্ডউইচ বাজারে আসলে হিসাব পাল্টে যাবে বলেই গুগল আশা প্রকাশ করছে।
No comments:
Post a Comment