Wednesday, December 28, 2011

Nokia PC Suite কানেকশনে সমস্যা ও তার সমাধান

অনেক সময় Windows xp sp-3 তে সবকিছুই ঠিকঠাক মতো থাকার পরেও কেন জানি NOKIA PC SUITE বা OVI SUITE কাজ করে না বা আপনার DISK STORAGE কাজ করছে কিন্তু ইন্টারনেট চালাতে গেলেই বিপত্তি বাধে। কিন্তু খেয়াল করে দেখবেন, Windows xp sp-2 তে ঠিকই কাজ করছে। আমার নিজেরও এধরনের সমস্যা হয়েছিল। যোগাযোগ করলাম নোকিয়ার সাথে, তারা দোষ দিলো Microsoft কে। ধরলাম Microsoft কে তারা Team Viewer দিয়ে দুই ঘন্টা আমার পি,সি ওলোট পালট করলো, অবশেষ দোষী করলো আমাকে আর নোকিয়াকে। আমার দোষ আমি জেনুইন OS USE করি না, আর নোকিয়ার কি দোষ আমি ঠিক বুঝলাম না!!! অবশেষে অনেক ঘাটাঘাটির পর এক ফোরামে পেলাম এর সমাধান!!!! যাক অনেক কথা বলে ফেললাম, এবার কাজের কথায় আসি,
STEP ONE : প্রথমে আপনি         http://www.mediafire.com/?joa321gyr5n039o    এটা ডাউন লোড করুন
STEP TWO: তারপর LATEST NOKIA PC SUITE বা OVI SUITE আপনার PC তে সেটাপ করে নিন। তারপর Hand set এ Connection চাইলে Connection  না দিয়ে পিসি Restart দিন।
STEP THREE: এরপর CONTROL PANEL এ গিয়ে Nokia connectivity Cable Driver টি  Uninstall করে Pc RESTART দিন। এরপর  ডাউনলোড কৃত Nokia connectivity Cable Driver টি সেটআপ করে আবার পিসি RESTART দিন। এখন আপনার নোকিয়া ফোনটি ডাটা কেবল দিয়ে পি,সিতে সংযোগ দিন। দেখবেন আর আগের মতো not install/ driver not found ইত্যাদি ইত্যাদি শো করছে না। ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...