Sunday, January 1, 2012

Avira ফ্রী এন্টিভাইরাস ও আপডেট

এভিরা ফ্রী একটি হাল্কা এন্টিভাইরাস। হাল্কা মানে এটি কম তুলনামূলক কম মেমরী ব্যবহার করে, আর তাই এন্টিভাইরাস ব্যবহারের ফলে কম্পিউটার যতটা ধীর হয় এভিরার ক্ষেত্রে ততটা নয়।

Avira_free.jpg


এভিরা ১২ স্ক্রীনশট

avira_antivirus_12_main_500.jpg



ফ্রী এন্টিভাইরাস ডাউনলোডের জন্য এখানে যান- লিংক ১ অথবা লিংক ২

এভিরার ভাইরাস ডেফিনিশন আপডেট কয়েকদিন পরপর বের হয়।
ডাউনলোড করতে পারেন সরাসরি এই লিংক থেকে-dl.antivir.de/down/vdf/ivdf_fusebundle_nt_en.zip

** আপডেট ডেফিনিশন ফাইলটি ইন্সটল করতে এভিরার কন্ট্রোল প্যানেল থেকে আপডেট হয়ে ম্যানুয়াল আপডেট-এ গিয়ে ফাইলটি বাছুন। (স্টার্ট> প্রোগ্রাম > এভিরা > আপডেট > ম্যানুয়াল আপডেট)

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...