বংশ মর্যাদা আর মান সন্মানকে তুচ্ছ করে অহঙ্কারি চৌধুরি সাহেব প্রস্তাব নিয়ে হাজির ছেলের বাড়িতে। তুচ্ছ-তাচ্ছিল্য আর ভাব নিয়ে বসলেন ছেলের পরিবারের সামনে, যদিও ছেলের পরিবার চৌধুরি সাহেবকে সন্মানের কোন কমতি করে নাই। হালকা আর ভারী নাস্তার পর এবার আসল প্রসঙ্গে আসলেন চৌধুরি সাহেব, নড়েচড়ে বসলেন ছেলের বাবা।
চৌধুরি সাহেব: আজকাল কার ছেলে-মেয়েদের নিয়ে হয়েছে এক জ্বালা। ওরা কি যে চায় আর কিযে করে বোঝা মুশকিল।
ছেলের বাবা: তা ঠিক।
চৌধুরি সাহেব: তা ডাক্তার সাহেব আপনার ছেলে কি করে?
ছেলের বাবা: সে একজন ব্লগার।
চৌধুরি সাহেব: ব্লগার? What it is?
বন্ধুরা, এই বাছুরের ক্ষমতা এই পর্যন্তই......
চৌধুরি সাহেবের ঐ প্রশ্নের মত অনেক প্রশ্ন আজ চারপাশে 'ব্লগার'দের সামনে। ব্লগারদের শক্তি আজ আর শুধু আমার মতো বাছুরের মধ্যে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পরেছে সারা বিশ্বে, এখন শুধু করলে বা শুনলে চলবে না... প্রকাশ করতে হবে... তাইতো ব্লগ/সোশাল মিডিয়া দিনে দিনে হয়ে উঠেছে শক্তিশালী।
সরকার পতন থেকে শুরু করে দাবী আদায়। সবক্ষেত্রেই ব্লগ/সোশাল মিডিয়া অনেক অনেক ভূমিকা রেখে চলছে.... বাছুর সমাজের প্রতিনিধি একজন ব্লগার হিসেবে তাই আমি গর্বিত। ব্লগিং করতে করতে যেন দ্রুত হয়ে উঠতে পারি একজন শক্তিশালী এঁড়ে।
আশাকরি উপরের অসমাপ্ত গল্পের শেষ অংশ মেলাতে আপনাদের কষ্ট হবে না... হাম্বা
No comments:
Post a Comment