Tuesday, January 24, 2012

স্টার সিনেপ্লেক্স

আধুনিক কালের বিনোদনের যত মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম বড় মাধ্যম হচ্ছে সিনেমা। সিনেমাকে সবচেয়ে বড় গণমাধ্যমও বলা হয়। আবার, সিনেমা যেহেতু প্রদর্শনের বিষয় এবং বিনোদনমূলক বাণিজ্যের বিষয়। সেহেতু তার জন্য চাই সিনেমা ভালভাবে উপভোগ করে দেখার মত হল। সময়ের বিবর্তনে সিনেমা হলগুলোতেও এসেছে আধুনিকতার ছোঁয়া। সেই ছোঁয়া পড়েছে বসার আসন থেকে শুরু করে সাউন্ড সিষ্টেম পর্যন্ত। ছবি দেখার নুমনায় এসেছে পরিবর্তন। কেননা, অধুনা দ্বিমাত্রিক ছবি থেকে ত্রিমাত্রিক ছবির প্রচলন শুরু হয়েছে। ফলে, হলগুলোতে এসেছে আরও পরিবর্তন।
বাংলাদেশ স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের আধুনিকতম সিনেমা হল বলে অঘোষিতভাবে দর্শক মহলে স্বীকৃত। অত্যাধুনিক সুবিধা সংবলিত এই হলটি দর্শকদের নিকট খুবই প্রিয়। উচ্চবিত্ত লোকজনের নিকটও হলটির আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।

প্রতিষ্ঠাকাল
এই সিনেমা হল প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে।

ঠিকানা, অবস্থান ও যোগাযোগ
লেভেল ৮, বসুন্ধরা সিটি, ১৩/৩ ক, পান্থপথ, তেজগাঁও, ঢাকা ১২০৫।
এটি বসুন্ধরা গ্রুপের অধীনে বসুন্ধরা সিটিতে অবস্থিত।
ফোন- ৯১৩৮২৬০, ৯১৩৪২৯৮, ৯১৪১৩৩২, ৯১৪০৮১৯
ই-মেইল info@cineplexbd.com

টিকেট
এই সিনেমা হলে রয়েছে সর্বমোট ৪টি টিকেট কাউন্টার। ৯ম তলায় সিনেপ্লেক্স-এ ঢোকার সময় হাতের বাম দিকে কাউন্টারগুলো অবস্থিত।
এই সিনেমা হলে দর্শক আসনের মোট ২টি শ্রেণী রয়েছে। শ্রেণীগুলো হলো- প্রিমিয়াম ও রেগুলার।
প্রিমিয়ামের জন্য টিকেট মূল্য ২০০ টাকা এবং রেগুলারের জন্য টিকেট মূল্য ১৬০ টাকা।
টিকিট কাউন্টারগুলোতে প্রদর্শনীর ১ দিন পূর্বে টিকেটের অগ্রিম বুকিং দেওয়ার ব্যবস্থা রয়েছে। বর্তমানে অনলাইনে টিকিট বুকিংয়ের কোন ব্যবস্থা নেই।

প্রদর্শনীর সময়
মর্ণিং ,ম্যাটিনী ১, ম্যাটিনী ২, ইভিনিং ১, এবং ইভিনিং ২ - এই মোট পাঁচ বেলা ছবি প্রদর্শন করা হয়। প্রতি সপ্তাহে মুভি সিডিউল পরিবর্তিত হয়।

স্টার সিনেপ্লক্সের যোগাযোগ
ফোন: ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮। ওয়েব সাইট: www.cineplexbd.com। উল্লেখ্য যে, প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন ওয়েব সাইট আপডেট করা হয়।

প্রদর্শনী কক্ষ ও ধারণ ক্ষমতা
এটিতে মোট প্রদর্শনী কক্ষ রয়েছে ৪টি, যেগুলোর প্রত্যেকটির ধারন ক্ষমতা ২৬২ জন।

সাউন্ড সিষ্টেম ও স্ক্রীন
  • এখানে Digital Dolby Sound System এর ব্যবস্থা রয়েছে।
  • এখানের সিনেমা পর্দায় Wide Dolby Digital Surround ব্যবহার করা হয়ে থাকে।

প্রদর্শিত সিনেমার ধরন
এখানে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা এবং হলিউডের আলোচিত সিনেমা দর্শকদের জন্য প্রদর্শন করা হয়।

ওয়েটিং রুম
এখানে নারী ও পুরুষের জন্য আলাদা ওয়েটিং রুমের ব্যবস্থা নেই।  এখনে নারী ও পুরুষদের জন্য একই ওয়েটিং রুম রয়েছে।

ফুড কর্নার
এখানে ফুড কর্নার রয়েছে। ফুড কর্নারে পপকর্ন, চিকেন পপকর্ন, সফট ড্রিংকস ইত্যাদি রয়েছে। পপকর্ণ ৬০ টাকায়, চিকেন পপকর্ন ১০০ টাকায়, সফট ড্রিংকস ৪০ থেকে ১০০ টাকায় বিক্রয় হয়।

শীতাতপ ব্যবস্থা
স্টার সিনেপ্লেক্স সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রীত একটি সিনেমা হল।

টয়লেট ব্যবস্থা
এখানে টয়লেটের অবস্থা খুবই ভালো। এখানে নারী ও পুরুষের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। এখানে নারী ও পুরুষের জন্য ১টি করে টয়লেটের ব্যবস্থা রয়েছে। সিনেপ্লেক্সের ভিতরে ডান দিকে নারীদের জন্য এবং বাম দিকে পুরুষের জন্য টয়লেট রয়েছে।

গাড়ি পার্কিং
গাড়ি পার্কিং এর ব্যবস্থা  রয়েছে। বসুন্ধরা সিটির নিচে গাড়ি পার্কিং করা যায়। এখানে মোটরসাইকেল, প্রাইভেট কার পার্কের জন্য চার্জ দিতে হয়। মোটর সাইকেলের জন্য ২০ টাকা এবং প্রাইভেট কারের জন্য ৪০ টাকা চার্জ দিতে হয়।

নিরাপত্তা ব্যবস্থা
এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরালো। প্রতি তলায় টয়লেটের সাথে ফায়ার এক্সিটের ব্যবস্থা এবং সিনেপ্লেক্সের প্রতিটি হলের জন্য আলাদা ফায়ার এক্সিটের ব্যবস্থা রয়েছে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...