Monday, January 23, 2012

দেশের বাজারে যাত্রা শুরু করলো নোকিয়ার চার নতুন ফোন

শনিবার দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নোকিয়ার নতুন চারটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন। রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন ফোনগুলো উদ্বোধন করা হয়। ‘আশা’ সিরিজের নতুন এ স্মার্টফোন সম্পর্কে নোকিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান বলেন, ‘হিন্দি শব্দ থেকে উৎপন্ন আশা শব্দের অর্থ প্রত্যাশা। আশা’র মধ্য দিয়ে নোকিয়ার সবসময়ের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আবারও স্পষ্ট হয়ে উঠছে যার মাধ্যমে নোকিয়া লাখ লাখ গ্রাহকের সঙ্গে নতুনভাবে যোগাযোগ করার পাশাপাশি তাদের প্রত্যাশাকেও স্পর্শ করতে সক্ষম হবে।'
Nokia Asha Inaugural
তিনি আরও বলেন, 'নোকিয়ার লক্ষ্য পরবর্তী বিলিয়নকে স্পর্শ করা। আমাদের সামগ্রিক বিবেচনা হচ্ছে- আরও এক বিলিয়ন গ্রাহকের কাছে দ্রুত পৌঁছে গিয়ে তাদেরকে ওয়েবের সঙ্গে যুক্ত করা। এই বিপুলসংখ্যক গ্রাহকের হাতে এ যাবৎ কিছুই ছিল না; মোবাইল অ্যাপ্লিনকেশন তাদেরকে আরও নতুন নতুন তথ্যের সঙ্গে সম্পৃক্ত করছে- আর এসবকিছুই তাদের জীবনে আরও নতুন নতুন দিগন্ত উন্মোচন করছে।'
নোকিয়া অনলাইন স্টোরের মাধ্যমে গ্রাহকদের জন্য নোকিয়া হাজার হাজার অ্যাপ্লিকেশন বিনামূল্যে ডাউনলোডের ব্যবস্থা রয়েছে। ‘ওয়েদার নাউ’, ‘স্টক এসিস্ট’ ও ‘স্কোরবোর্ড’ এরমতো স্থানীয় ও কাস্টমাইজড অ্যাপ্লিকেশন ও প্রতিমাসে ২.৫ মিলিয়ন ডাউনলোডের মাধ্যমে নোকিয়া বাংলাদেশ বিশ্বে সেরা ৩০ প্রতিষ্ঠানের মধ্যে নিজের স্থান করে নিয়েছে।
দেশের বাজারে গত সপ্তাহ থেকেই এ সিরিজের স্মার্টফোনগেুলো বিক্রি শুরু হয়েছে। নোকিয়া স্টোর ছাড়াও নোকিয়ার খুচরা বিক্রয়কেন্দ্র থেকে এগুলো পাওয়া যাবে।

আশা-৩০৩

এটি নোকিয়ার ‘টাচ অ্যান্ড টাইপ’ সিরিজের প্রথম মোবাইল ফোন। এতে রয়েছে কোয়ার্টি কিবোর্ড এবং ২.৬ ইঞ্চি টাচস্ক্রিন। সামাজিক যোগাযোগ সাইটকে সহজে ব্যবহার করার লক্ষ্যে ডিভাইসটি তৈরি করা হয়েছে। জনপ্রিয় মোবাইল গেম অ্যাঙ্গরি বার্ডস লাইট এবং কামস এতে প্রাথমিকভাবে ইনস্টল করে দেয়া হয়েছে।
অ্যাপলিকেশনের মধ্যে আছে ফেসবুক চ্যাট, হোয়াটস আপ ম্যাসেজিং এবং নির্বাচিত বাজারে নোকিয়া ম্যাপস সিরিজের ৪০টি অ্যাপস। এগুলো এ সেটে সহজেই ব্যবহার করা যায়। এ মুহূর্তে ‘আশা৩০৩’ মডেলের দাম ১৩ হাজার ৭০০ টাকা।
nokiasha303

বিস্তারিত স্পেসিফিকেশন

নেটওয়ার্ক: ২জি এবং থ্রিজি
বডি ডাইমেনশন: ১১২.৮ x ৪৯.৫ x ১২.৭ মিলিমিটার, ৫৯ সিসি ওজন: ৮৫ গ্রাম
ডিসপ্লে টাইপ: টিএফটিট রেসিসটিভ টাচস্ক্রিন
মেমোরি: মাইক্রোএসডি কার্ডস্লট, ৩২ গিগাবাইট পর্যন্ত ধারণক্ষমতা
অভ্যন্তরীন: ১৪০ মেগাবাইট জায়গা, ২৫৬ রম, ১২৮ র‍্যাম, ১ গিগাহার্জ সিপিইউ
এজ: ক্লাস ৩২
তারহীন নেটওয়ার্ক: ওয়াইফাই নেই, ব্লুটুথ আছে
ক্যামেরা: ৫ মেগাপিক্সেল

আশা-৩০০

'আশা ৩০০' মডেলের ডিভাইসটিতে টাচ এবং কিবোর্ড, উভয় সুবিধাই রয়েছে। রয়েছে হোমস্ক্রিন থেকে দ্রুত মেসেজিং, ইমেইল এবং তাৎক্ষণিক বার্তা সুবিধা। আছে নোকিয়া স্টোর থেকে অ্যাপলিকেশন, মিউজিক এবং গেমস ডাউনলোড সুবিধা। প্রতিটি নোকিয়া আশা মডেলে জনপ্রিয় অ্যাঙ্গরি বার্ড গেম প্রিলোডেড হিসেবে পাওয়া যাবে। দাম ৯ হাজার ৮৫০ টাকা।
nokiasha300

বিস্তারিত স্পেসিফিকেশন

নেটওয়ার্ক: ২জি এবং থ্রিজি
বডি ডাইমেনশন: ১১৬.৫x৫৫.৭ x১৩.৯ মিলিমিটার, ৭২ সিসি
ওজন: ৯৯ গ্রাম
কিবোর্ড: কোয়ার্টি
ডিসপ্লে টাইপ: টিএফটিট ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
মেমোরি: মাইক্রোএসডি কার্ডস্লট, ৩২ গিগাবাইট পর্যন্ত ধারণক্ষমতা
অভ্যন্তরীন: ১৭০ মেগাবাইট জায়গা, ২৫৬ রম, ১২৮ র‍্যাম, ১ গিগাহার্জ সিপিইউ
এজ: ক্লাস ৩২
তারহীন নেটওয়ার্ক: ওয়াইফাই, ব্লুটুথ
ক্যামেরা: ৩.২ মেগাপিক্সেল

আশা-২০০

আশা২০০ মডেল হচ্ছে নোকিয়ার সর্বশেষ ডুয়াল সিমযুক্ত ফোন। ফোন বন্ধ না করেই দ্বিতীয় সিম ব্যবহারের সুবিধা পাওয়া যায় এতে। তরুণ ও আধুনিক গ্রাহকের চাহিদা পূরণে এ মডেলে আছে কোয়ার্টি কিবোর্ড। নোকিয়া আশা ২০০ মডেলের বহুবিদ সুবিধার মধ্যে আছে সোশ্যাল নেটওয়ার্কিং, ইমেইল, আইএম, রেনরেন, অরকুট এবং ফ্লিকার। এ মুহূর্তে দাম ৭ হাজার ৩০০ টাকা।
Nokia_ahsa_200

বিস্তারিত স্পেসিফিকেশন

নেটওয়ার্ক: ২জি
বডি ডাইমেনশন: ১১৫.৪ x ৬১.১ x ১৪ মিলিমিটার, ৪৭.৭ সিসি
ওজন: ১০৫ গ্রাম
কিবোর্ড: কোয়ার্টি
ডিসপ্লে টাইপ: টিএফটি
মেমোরি: মাইক্রোএসডি কার্ডস্লট, ৩২ গিগাবাইট পর্যন্ত ধারণক্ষমতা
অভ্যন্তরীন: ১০ মেগাবাইট জায়গা, ৬৪ মেগাবাইট রম, ৩২ মেগাবাইট র‍্যাম
এজ: ক্লাস ৩২
তারহীন নেটওয়ার্ক: ওয়াইফাই নেই, ব্লুটুথ আছে
ক্যামেরা: ২ মেগাপিক্সেল

আশা-২০১

সিঙ্গেল সিমের নোকিয়া আশা২০১ মডেলটি সামাজিক যোগাযোগ ভক্ত, মূল্য সচেতন এবং সঙ্গীতে অনুরাগীদের কথা ভেবেই তৈরি। এ মডেলে আছে উচ্চমানের লাউডস্পিকার, এফএম রেডিও এবং রিংটোন টিউনিং। দাম ৯ হাজার ৮৫০ টাকা।
Nokia_ahsa_201

বিস্তারিত স্পেসিফিকেশন

নেটওয়ার্ক: ২জি
বডি ডাইমেনশন: ১১৫.৫ x ৬১.১ x ১৪ মিলিমিটার, ৪৭.৭ সিসি
ওজন: ১০৫ গ্রাম
কিবোর্ড: কোয়ার্টি
ডিসপ্লে টাইপ: টিএফটি
মেমোরি: মাইক্রোএসডি কার্ডস্লট, ৩২ গিগাবাইট পর্যন্ত ধারণক্ষমতা
অভ্যন্তরীন: ১০ মেগাবাইট জায়গা, ৬৪ মেগাবাইট রম, ৩২ মেগাবাইট র‍্যাম
এজ: ক্লাস ৩২
তারহীন নেটওয়ার্ক: ওয়াইফাই নেই, ব্লুটুথ আছে
ক্যামেরা: ২ মেগাপিক্সেল

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...