Sunday, January 29, 2012

মুভী রিভিউ – Man on Fire

আমি সাধারণত একটা মুভী ২বার খুব কমই দেখি কিন্তু Man on Fire ইতিমধ্যেই ৬বার দেখে ফেলেছি । সত্যিই আমার কাছে অসাধারণ একটা মুভী মনে হয়েছে । অন্যরকম একটা আবেগ আছে যা যে কাউকে আলোরিত করবে, বিশেষ করে Pita (Dakota Fanning) – র অভিনয় । ৭ বছরের এই মেয়ে ১মবারের মতো Man on Fire এ অভিনয় করেছে, কিন্তু তার অভিনয় দেখে আপনার মনে হবে সে বোধহয় দীর্ঘ সময় ধরে অভিনয় করে ।

এক নজরে Man on Fire –
IMDB Rating – 7.7(10)
Director – Tony Scott
Staring – Washington, Dakota Fanning……..

Trailer Clip
----------------------------------------------


মুভীটার কাহিনী এ রকম –
Creasy(Danzel Washington) Pita-র বডিগার্ড হিসেবে কাজ করে । মেস্কিকোতে প্রতিদিন-ই বাচ্চাদের কিডনাপ করা হয়, এরপর পরিবার থেকে বড় অংকের টাকা দাবি করা হয় । মুভীর শুরুতে এ রকম একটা কিডনাপের ঘটনা পরিচালক দেখিয়েছেন এবং এর মাধ্যমে দর্শক ধারণা পাবেন কিডনাপের system টা এখানে কেমন । creasy হতাশাগ্রস্থ লোক, বন্ধুর অনুরোধে pita-র বডিগার্ড হিসেবে কাজ শুরু করে, pita আসলে creasy কে বন্ধু হিসেবে ভাবতে চায় । প্রথমদিকে creasy নিজেকে শুধু পিটার বডিগার্ড হিসেবেই ভাবতে পছন্দ করে কিন্তু এক সময় সে আবিস্কার করে সে নিজেও পিটাকে প্রচন্ড ভালবাসে । নিচের ক্লিপসগুলো দেখলে আপনি মুভীটা সম্পর্কে কিছুটা ধারণা পাবেন । এক সময় পিটা কিডনাপ হয়, ক্রিসি তাকে বাচানোর সবরকম চেষ্টা করে, মরণাপন্ন ক্রিসিকে দেখে পিটা পালিয়ে না যেয়ে ক্রিসির কাছে আসে, ফলে kidnapped হয় । এরপর পুলিশ চেষ্টা করে পিটাকে উদ্ধারের, কিন্তু পুলিশের মাঝে কিছু লোক থাকে যারা কিডনাপারদের সাথে জড়িত, ফলে পিটাকে উদ্ধার করা সম্ভব হয় না । এ্যামবুশে কিডনাপারদের একজন মারা যায়, এরপর সবাই ভাবে পিটাকে মেরে ফেলা হয়েছে । ক্রিসি সুস্থ হওয়ার পর কিডনাপাদের সবাইকে হত্যা করার মিশনে নামে । যখন সে কিডনাপারের ভাইকে ধরতে পারে সে কিডনাপার ড্যানিয়েলকে ফোন করে, ড্যানিয়েল তখন বলে আমার ভাইয়ের বিনিময়ে আমি আর একজনের জীবন তোমায় দিব । সংলাপটা এ রকম –

Inside Movie Clips
-----------------------------------------


/////////////////////////////////////////////////////////////////////////////////////
Daniel (Kidnapper) - Now, tell me seriously, how much do you want?
Creasy (Hero) - Your brother wants to speak to you. Here, hold………
D - All right. I will give you a life for a life.
C - Whose life? What are you talking' about?
Whose life, Daniel? I want you!
D - I will give you her life. For your life.
And in exchange, I will get my life back.
C - - What life? Whose life?
D - - The girl's. Pita's.
C - - Pita's dead!
D - I'm a businessman. A girl dead is worth nothing.
C - I want proof of life, you hear me? I want proof of life. I want...
I want the name of her bear. What does she call her bear?
You tell her to tell you to tell me,what she calls her bear.
[অনেকের কাছে এই অংশটা অযৌক্তিক মনে হতে পারে, তাদের কাছে দুঃখিত]
/////////////////////////////////////////////////////////////////////////////////////////
বুঝতেই পারছেন শেষ পর্যন্ত পিটাকে উদ্ধার করা সম্ভব হয় । তবে ক্রিসিকে আর ফিরে পাওয়া……তবে শেষ দুশ্যটা দেখলে যে কারও চোখে পানি আসাটা স্বাভাবিক । আমি ক্লিপসটা আপলোড করে দিয়েছি, আপনারা এখানে দেখতে পারেন ।

Emotion Before Ending Movie (Pita Reiterative Scene)
------------------------------------------------------------------------------

আপনার যারা মুভিটা অনলাইনে দেখতে চান তারা নীচের লিংকে যেতে পারেন ।
http://goo.gl/53HaF
মুভিটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে (instruction follow করুন) ।
http://goo.gl/53HaF
অনেক সাবটাইটেল এই মুভির সাথে মিলে না, তবে আমি অনেক খোজাখুজি করে একটা সাবটাইটেল পেয়েছি যা সম্পূর্ণ মুভি আপনাকে সাবটাইটেল সাপোর্ট দিবে । মুভি যারা ডাউনলোড করবেন তারা সাথে অব্যশই এটা ডাউনলোড করবেন ।
http://www.mediafire.com/?lz0h5uxm4l45xo8

No comments:

Post a Comment

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...