অনেকদিন পর মুভি দেখার সুযোগ হল। প্রায় সব মুভিই পুরানো (২০০৮ সালের)। হয়ত সবারই দেখা আছে। যাদের দেখা নেই তারাও দেখে নিতে পারেন।
# 21 (2008)
আইএমডিবি Rating: 6.7/10
মোটামুটি ভাল মুভি। মেধাবী MIT ছাত্র বেন হার্ভার্ড মেডিক্যাল স্কুলে ভর্তির জন্য এপ্লাই করে। মেড স্কুলের খরচ প্রচুর হওয়ায় সে খরচ কিভাবে যোগাড় করা যায় সেটা নিয়ে যখন ভাবছিল তখন MIT প্রফেসর মিকি যে কিনা ব্ল্যাকজ্যাক কাউন্টিং টীমের লিডার তাকে প্রস্তাব দেয় তার টীমে যোগ দেয়ার জন্য। যে টীমের কাজ হচ্ছে উইকেন্ডে লাস ভেগাসে গিয়ে গ্রুপ হয়ে ব্ল্যাকজ্যাক গেমের কার্ড কাউন্টিং করে লাভ করা।
# Body Of Lies (2008)
আইএমডিবি Rating: 7.1/10
রিডলি স্কট পরিচালিত এবং লিওনার্দো দিক্যাপ্রিও এবং রাসেল ক্রো অভিনীত একটা মাস্টার পিস। আল কায়েদা নেতা সালিম কে ধরার জন্য সিআইএর মিশনই ছবির মুল কাহিনী। চরম ফাস্ট মুভি। অসাধারণ লেগেছে।
# From Paris With Love (2010)
আইএমডিবি Rating: 6.4/10
জন ট্রাভোল্টা অভিনীত একশন মুভি। সাদামাটা কাহিনী কিন্তু জন ট্রাভোল্টার অভিনয় বরাবরের মতই অসাধারণ। মার্কিন ভাইস সেক্রেটারীর ফ্রান্স আগমনে সুইসাইড বোম্বারের আক্রমণ প্রতিহত করাই মূল কাহিনী।
# Just Go with It (2011)
আইএমডিবি Rating: 6.3/10
অ্যাডাম স্যান্ডলারীয় মুভি। কমেডি এবং রোমান্টিক ক্যাটাগরীর মুভি। মোটামুটি ভাল।
# The Bad Lieutenant - Port of Call New Orleans (2009)
আইএমডিবি Rating: 6.9/10
নিকোলাস কেজ অভিনীত আরেকটা চরম মুভি। পুলিশ অফিসার নিকোলাজ কেজ অবৈধ মাদক পাচারকারীদের ধরায় নিয়োজিত কিন্তু নিকোলাজ কেজ নিজেই মাদকাসক্ত। ভাল লাগবে দেখে।
# The Taking Of Pelham 123 (2009)
আইএমডিবি Rating: 6.4/10
জন ট্রাভোল্টার আরেকটা একশান মুভি, এইবার ডেনজেল ওয়াশিংটন সহ। পেলহাম ১২৩ নামের একটা ট্রেন হাইজ্যাক করে জন ট্রাভোল্টা। ১৭ জন নিউ ইয়র্ক বাসী আটকা পড়ে, মুক্তিপণ দাবি করা হয় ১০ মিলিয়ন মার্কিন ডলার। সময় এক ঘন্টা। এই এক ঘন্টায় ঘটা বিভিন্ন কাহিনী নিয়েই মুভি। শেষে গিয়ে কাহিনী ঘুরে যায় যখন দেখা যায় ট্রাভোল্টা এই হাইজ্যাকটা করেছে স্টক মার্কেট ম্যানিপুলেটের জন্য। তার প্রচুর গোল্ড কেনা ছিল। নিউ ইয়র্কে ট্রেন হাইজ্যাকের কারণে স্টক মার্কেট ফল করলে গোল্ডের দাম আকাশে উঠে। তার ২ মিলিয়ন ডলারে কেনা গোল্ডের ভ্যালু দাড়ায় ৩২৭ মিলিয়ন ডলারে।
অ্যাকশন প্রেমীদের ভাল লাগবে।
ডাওনলোড করতে চাইলে stagevu.com এ গিয়ে মুভির নাম দিয়ে সার্চ করলে লিংক পাওয়া যাবে যেহেতু প্রায় সবই পুরানো মুভি।
# 21 (2008)
আইএমডিবি Rating: 6.7/10
মোটামুটি ভাল মুভি। মেধাবী MIT ছাত্র বেন হার্ভার্ড মেডিক্যাল স্কুলে ভর্তির জন্য এপ্লাই করে। মেড স্কুলের খরচ প্রচুর হওয়ায় সে খরচ কিভাবে যোগাড় করা যায় সেটা নিয়ে যখন ভাবছিল তখন MIT প্রফেসর মিকি যে কিনা ব্ল্যাকজ্যাক কাউন্টিং টীমের লিডার তাকে প্রস্তাব দেয় তার টীমে যোগ দেয়ার জন্য। যে টীমের কাজ হচ্ছে উইকেন্ডে লাস ভেগাসে গিয়ে গ্রুপ হয়ে ব্ল্যাকজ্যাক গেমের কার্ড কাউন্টিং করে লাভ করা।
# Body Of Lies (2008)
আইএমডিবি Rating: 7.1/10
রিডলি স্কট পরিচালিত এবং লিওনার্দো দিক্যাপ্রিও এবং রাসেল ক্রো অভিনীত একটা মাস্টার পিস। আল কায়েদা নেতা সালিম কে ধরার জন্য সিআইএর মিশনই ছবির মুল কাহিনী। চরম ফাস্ট মুভি। অসাধারণ লেগেছে।
# From Paris With Love (2010)
আইএমডিবি Rating: 6.4/10
জন ট্রাভোল্টা অভিনীত একশন মুভি। সাদামাটা কাহিনী কিন্তু জন ট্রাভোল্টার অভিনয় বরাবরের মতই অসাধারণ। মার্কিন ভাইস সেক্রেটারীর ফ্রান্স আগমনে সুইসাইড বোম্বারের আক্রমণ প্রতিহত করাই মূল কাহিনী।
# Just Go with It (2011)
আইএমডিবি Rating: 6.3/10
অ্যাডাম স্যান্ডলারীয় মুভি। কমেডি এবং রোমান্টিক ক্যাটাগরীর মুভি। মোটামুটি ভাল।
# The Bad Lieutenant - Port of Call New Orleans (2009)
আইএমডিবি Rating: 6.9/10
নিকোলাস কেজ অভিনীত আরেকটা চরম মুভি। পুলিশ অফিসার নিকোলাজ কেজ অবৈধ মাদক পাচারকারীদের ধরায় নিয়োজিত কিন্তু নিকোলাজ কেজ নিজেই মাদকাসক্ত। ভাল লাগবে দেখে।
# The Taking Of Pelham 123 (2009)
আইএমডিবি Rating: 6.4/10
জন ট্রাভোল্টার আরেকটা একশান মুভি, এইবার ডেনজেল ওয়াশিংটন সহ। পেলহাম ১২৩ নামের একটা ট্রেন হাইজ্যাক করে জন ট্রাভোল্টা। ১৭ জন নিউ ইয়র্ক বাসী আটকা পড়ে, মুক্তিপণ দাবি করা হয় ১০ মিলিয়ন মার্কিন ডলার। সময় এক ঘন্টা। এই এক ঘন্টায় ঘটা বিভিন্ন কাহিনী নিয়েই মুভি। শেষে গিয়ে কাহিনী ঘুরে যায় যখন দেখা যায় ট্রাভোল্টা এই হাইজ্যাকটা করেছে স্টক মার্কেট ম্যানিপুলেটের জন্য। তার প্রচুর গোল্ড কেনা ছিল। নিউ ইয়র্কে ট্রেন হাইজ্যাকের কারণে স্টক মার্কেট ফল করলে গোল্ডের দাম আকাশে উঠে। তার ২ মিলিয়ন ডলারে কেনা গোল্ডের ভ্যালু দাড়ায় ৩২৭ মিলিয়ন ডলারে।
অ্যাকশন প্রেমীদের ভাল লাগবে।
ডাওনলোড করতে চাইলে stagevu.com এ গিয়ে মুভির নাম দিয়ে সার্চ করলে লিংক পাওয়া যাবে যেহেতু প্রায় সবই পুরানো মুভি।
No comments:
Post a Comment