Thursday, February 16, 2012

বাংলাদেশী হ্যাকাররা বলছে, ভারতীয় হ্যাকাররা আমাদের আক্রমণে ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে।

বাংলাদেশী হ্যাকারদের দ্বারা পর্যুদস্ত হয়ে এবার নিজ থেকেই ভারতীয় সব সরকারি ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। গতকাল ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে। সংবাদটিতে বলা হয়েছে, বাংলাদেশী হ্যাকারদের দ্বারা ভারতীয় ২০ হাজারেরও বেশি ওয়েবসাইট আক্রমণের শিকার হয়েছে। বিএসএফ-র ওয়েবসাইট ছাড়াও ভারতীয় অনেক সরকারি ওয়েবসাইট রয়েছে এ তালিকায়। বাংলাদেশ সাইবা...র আর্মি নিজেদের ব্লাকহ্যাট পরিচয় দিয়ে ওয়েবসাইট আক্রমণের এ যুদ্ধে নেমেছে।

টাইমস অব ইন্ডিয়া প্রচারিত সংবাদ
-----------------------------------

টাইমস অব ইন্ডিয়া-র সংবাদ অনুযায়ী, বিএসএফ এর মতো সংবেদনশীল ওয়েবসাইটগুলোতে একের পর এক আক্রমণ আসার কারণে সরকার তাদের সব ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে হায়দ্রাবাদ ভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রোনিক্যালেও বাংলাদেশী হ্যাকারদের দ্বারা ২০ হাজার ওয়েবসাইট আক্রমণ হওয়ার কথা শিকার করা হয়।

এদিকে বাংলাদেশী হ্যাকাররা বলছে, আমাদের আক্রমণ চলতেই থাকবে। আমাদের উদ্দেশ্য বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা বন্ধ করা, টিঁপাইমুখ বাধ বন্ধ করা এবং বাংলাদেশ বিরোধী সব কার্যক্রম স্থগিত করা। প্রাথমিকভাবে ভারতীয় হ্যাকার গ্রুপগুলো বাংলাদেশী শতাধিক ওয়েবসাইট হ্যাক করলেও এখন তাদের আক্রমণ অনেকটাই থেমে গিয়েছে। বাংলাদেশী হ্যাকাররা বলছে, ভারতীয় হ্যাকাররা আমাদের আক্রমণে ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...