১৯৯৮ সালের আইনে এধরনের কাজে যে বিধিনিশেধ ছিল সেগুলি বাতিল করা হয়েছে এই নতুন আইনে। আইফোনের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপুর্ন কারন বর্তমানে জেলব্রেক না করা পর্যন্ত শুধুমাত্র এপলের অনুমোদিত সফটঅয়্যার ব্যবহার করা যায়।
এখন পর্যন্ত জেলব্রেকের কারনে এপল কাউকে অভিযুক্ত করেনি তবে সফটঅয়্যার আপডেটের মাধ্যমে সেটা বন্ধ করার চেষ্টা করেছে। এছাড়া আনলক করা সেটের ওয়ারেন্টি তারা দেয় না।
অনেকের মতে নতুন এই ব্যবস্থায় এপল সফটঅয়্যারের ক্ষেত্রে যে বাধা তৈরী করে রেখেছিল নতুন আইন তা থেকে মুক্ত করে সফটঅয়্যারের আরো প্রসার ঘটাবে।
No comments:
Post a Comment