Wednesday, March 14, 2012

এই প্রথম ওপেন সোর্স এর অ্যান্টিভাইরাস

সবাইকে সালাম দিয়ে শুরু করলাম,অনেক দিন পর আজ আবার লিখতে বসলাম,আশা করি সবাই ভাল আছেন, আজ একটা মজার জিনিস শেয়ার করবো,আর আগে আমি অনেক বার অ্যান্টিভাইরাস নিয়ে পোস্ট করে ছিলাম,আজ তেমন-ই একটা পোস্ট করবো, নাম হচ্ছে ClamWin .

এটি একটি ফ্রী এবং ওপেন সোর্স এর অ্যান্টিভাইরাস, আপনি ইচ্ছা করলে মাইক্রোসফট এর সকল অপারেটিং সিস্টেম এ ব্যাবহার করতে পারবেন।





কি কি আছে ? 
  • High detection rates for viruses and spyware;
  • Scanning Scheduler;
  • Automatic downloads of regularly updated Virus Database.
  • Standalone virus scanner and right-click menu integration to Microsoft Windows Explorer;
  • Addin to Microsoft Outlook to remove virus-infected attachments automatically.
কোন কোন কাজ করে ? 
Trojans, viruses, malware and other malicious threats.
ClamWin Free Antivirus uses ClamAV Scanning Engine
ClamAntivirusHomePage
আজ আর ৯ ,ভাল থাকবেন সব সময়, আর টাকা দিয়ে অ্যান্টিভাইরাস না কিনে ,চিপস কিনে খাবেনঃপি

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...