Sunday, March 18, 2012

পৃথিবীর মোট জনসংখ্যা ৭ বিলিয়ন হতে যাচ্ছে?

পৃথিবীর মোট জনসংখ্যা ৭ বিলিয়ন  হতে যাচ্ছে। কিভাবে তারা জানলো? ৩১ অক্টোবর ২০১১ , পৃথিবী ৭ বিলিয়ন জনসংখ্যায় পৌঁছে যাচ্ছে।UN  এর ভাষ্যমতে – “U.N. says we’ll reach that milestone this Monday – it’s easy to feel lost in the (literal) crowd. But you can at least get a sense of how you fit into the chronological story”।
কিন্তু প্রশ্ন হচ্ছে অক্টোবর ৩১ কি সেই দিন যেদিন  পৃথিবীর ৭ বিলিয়ন তম শিশু জন্ম নিতে যাচ্ছে?UN এর Omar Gharzeddine এর ভাষ্যমতে – “The answer is, we don’t”। UN এর পক্ষ থেকে জানানো হয় যে অক্টোবর ৩১ পৃথিবীর ৭ বিলিয়ন তম শিশু দিবস হতে পারে। তারা statistical পরিসংখ্যান এর থেকে এই ধারনা দিয়েছে।প্রতি ৫ বছর পর পর UN এর জনসংখ্যা বিভাগ আপডেট করে তাদের প্রতি দেশভিত্তিক জনসংখ্যা উপাত্ত।মজার ব্যাপার হল ভারতের উত্তর প্রদেশের কেউ কেউ খুজে বের করতে শুরু করছে ৭ বিলিয়ন তম শিশুটি কে?কিন্তু UN থেকে জানানো হয় যে, “কোন সময়টায় কোথায় কোন শিশুটি হতে যাচ্ছে ৭ বিলিয়ন তম শিশু এটা জানার কোন উপায় নেই।”

Source

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...