ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর মত জনপ্রিয় আর কোন ডাউনলোড ম্যানেজার
নেই। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে সমস্যারও কোন শেষ নেই। একেক জনের
একে সমস্যা। কেউ বা ইউস করতে পারছেন না, কেউ বা রেজিস্ট্রেশন করতে পারছেন
না। আমি বলি কি এতো ঝামেলার টাইম আছে? সোজাসোজি ডাউনলোড লিংকে ক্লিক করে
ডাউনলোড করে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আর
কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইন্সটল করবেন তা আমি নিচের চিত্রের
মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। চিত্রটি দেখুন, আর তা অনুসরন করুন। আর একান্তই না
পারলে, বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করুন অথবা কম্পিউটার ক্লাব বিডি এর
ফেসবুক গ্রুপে জিজ্ঞাসা করুন, মুহুর্তেই সমাধান পেয়ে যাবেন আশা করি।
এক নজরে দেখে নিন কি কি সুবিধা থাকছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৬.০৮ বিল্ড ৩ এ-
আপনাদের পোস্টটি এবং সফটওয়্যারটি ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
এক নজরে দেখে নিন কি কি সুবিধা থাকছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৬.০৮ বিল্ড ৩ এ-
- সকল প্রকার ডাউনলোড করা যায় এর মাধ্যমে। কোনসাইটে ভিডিও বা অডিও প্লে করা শুরু করলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোডেরএকটি আইকন ওই পেজে দেখাবে। সেটিতে ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু করবে।
- ইউটিউব সহ সকল প্রকার ভিডিও শেয়ারিং সাইট হতে ভিডিও ডাউনলোড করা যায়।
- যেকোন অডিও শেয়ারিং সাইট হতে অডিও গান ডাউনলোড করা যায়।
- ফেসবুকের ভিডিও ফাইল, ইমেজ ডাউনলোড করা যায়।
- সাইট গ্রাব ফিচার রয়েছে এতে।
- ডাউনলোড স্পীড কন্টোল করা যায়।
- ডাউনলোড Resume ও শিডিউল সুবিধা আছে এতে। কোন সাইট যদি ডাউনলোড Resume করতে না দেয় তাহলে ও সমস্যা নেই। যেভাবে ডাউনলোড করেছিলেন সেভাবে আবার করুন অটোমেটিক Resume হয়ে যাবে। অর্থাৎ বাকীটুকু ডাউনলোড হবে।
- রাইট ক্লিক ডাউনলোড ফিচার। অর্থাৎ আপনি যেকোন ওয়েব ফাইল যেমন ইমেজের উপর রাইট ক্লিক করলে ডাউনলোড অপশোন পাবেন সেটি দিয়ে ও ডাউনলোড করা যায়।
- এছাড়া আরো অনেক সুবিধা আছে এতে, আমি শুধু কমন জিনিস গুলার কথা বললাম। বাকী গুলো সফটওয়্যারটি ডাউনলোড করলেই বুঝতে পারবেন।
আপনাদের পোস্টটি এবং সফটওয়্যারটি ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
No comments:
Post a Comment