Tuesday, May 1, 2012

হরতালের অসাধারন কবিতা সমূহ ।


ঐ দেখা যায় তাল গাছ,ওই আমাদের গাঁ, হরতালের দিন ঘরে বসে ভুনা-খিচুড়ি খা।

কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও?
আমি যে খাই টিয়ার গ্যাস একটু ফিরে চাও।

আয় ছেলেরা-আয় মেয়েরা ফুল তলিতে যাই, মিটিং-মিছিল সবই হবে,কোন লাভ ই নাই।

মনে কর যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে-
মা তো আমার ঘরেই আছে,আমি শুধু গেলাম পর-পারে।

ভোর হল-দোর খোল,খুকুমনি ওঠরে- কার কোথা যেতে হবে,ভোরে-ভোরে ছোটরে।
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে,
বোমা আর ককটেল এর মিউজিক বাজে।

ইচিং বিচিং টিচিং চা, ইটা মেরে পালিয়ে যা।

আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা,
রাজপথে বের হয়ে লাঠির (পুলিশের) বাড়ি খা।

বাপুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে? আয় দাদা মেরে যা,দুটো গুলি করে যা।

আকাশ জুড়ে মেঘ করেছে সুজ্জি গেল পাটে,
ধাওয়া খেয়ে পিকেটাররা যেদিক পারে ছোটে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...