Monday, July 9, 2012

ফেইসবুকের সঙ্গে জুটি বাঁধলো অ্যাপল

undefinedআইফোন, আইপ্যাড এবং আইপডের জন্য তৈরি নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস সিক্স’-এর বদৌলতে গুগল ম্যাপস সফটওয়্যারটি বাদ দিতে যাচ্ছে অ্যাপল। শুধু তাই নয়, স্মার্টফোনের বাজারে গুগলের সঙ্গে টক্কর দেয়ার জন্য ফেইসবুকের সঙ্গে জুটি বেঁধে গুগলের সোশাল নেটওয়ার্কিংয়ের সঙ্গে প্রতিযোগিতা করবে অ্যাপল। খবর অরেঞ্জ নিউজের।
স্যান ফ্রান্সিসকোয় অ্যাপলের অ্যানুয়াল ডেভেলপারস কনফারেন্সে গুগলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্তের কথা জানালো অ্যাপল কর্তৃপক্ষ।
২০০৭ সালে বাজারে আসার পর থেকেই অ্যাপলের আইফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলোর একটি ছিলো গুগল ম্যাপস। কিন্তু স্মার্টফোনের বাজার নিয়ে চলমান লড়াইয়ের সূত্র ধরেই গুগল ম্যাপস নিজেদের সব পণ্য থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।
আইওএস সিক্স ব্যবহার করে ফেইসবুকও পুরোদমে ব্যবহার করতে পারবেন আইফোন মালিকরা। লাইক ও শেয়ার করতে পারবেন ছবি, ভিডিও এবং স্ট্যাটাস। বলা হচ্ছে, আইওএস সিক্স-এর বদৌলতে গুগল প্লাস সোশাল নেটওয়ার্কিং সাইটের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা বাড়বে ফেইসবুকের।সূত্রঃবিডিনিউজ২৪ডটকম

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...