গতকাল এক প্রেস রিলিজে মাইক্রোসফট ঘোষনা দিয়েছে ২৬ অক্টোবর ২০১২
তারিখে বের হচ্ছে বহুল প্রতীক্ষিত উইন্ডোজ ৮। কিছুদিন ধরেই মাইক্রোসফট
জানাচ্ছিল তাদের উইন্ডোজ ৮ ডেভেলপিং ঠিক মতই এগুচ্ছে এবং তা সময়ের
অক্টোবরের মধ্যেই শেষ হবে।
অফিসিয়ালি কবে রিলিজ পাচ্ছে উইন্ডোজ ৮?
স্টিফেন সিনোফস্কি মাইক্রোসফটের বার্ষিক বিপনন মিটিং-এ ঘোষনা দেন
২৬অক্টোবরেই ক্রেতাদের কাছে পৌছে যাচ্ছে উইন্ডোজ ৮। বেশ কিছুদিন ধরেই গুজব
ছড়াচ্ছিল অক্টোবরের ২৮ তারিখ উইন্ডোজ ৮ আসতে পারে। সেই গুজবই সত্য হল। ২৮
তারিখ না এসে আরো দু’দিন আগে ২৬ তারিখই পৌছে যাবে উইন্ডোজ ৮ গ্রাহকের কাছে।
বাংলাদেশে কবে নাগাদ পাওয়া যাবে উইন্ডোজ ৮?
যারা বাজার থেকে উইন্ডোজ ৭ এর অননুমোদিত ভার্সন ব্যবহার করবেন বলে
খুবই উচ্ছসিত হচ্ছেন, তাদের খানিকটা ধৈর্য ধরতে হতে পারে। বাংলাদেশের
দোকানে আসতে আসতে বেশ কিছুদিন সময় লাগতে পারে।
যারা লাইসেন্সড উইন্ডোজ ৮ ব্যবহার করতে চান, তাদের জন্য সুখবর হিসেবে
মাইক্রোসফট বিশাল ছাড়ে উইন্ডোজ এক্সপি, ভিসতা বা ৭ থেকে উইন্ডোজ ৮ এ
মাইগ্রেট করতে ইউজারদের এক অভাবনীয় সুযোগ দিচ্ছে। মাত্র ৩৯.৯৯ ডলারে আপনি এক্সপি, ভিসতা বা সেভেন থেকে এই আপগ্রেড পেতে পারেন!
উইন্ডোজ ৮ বের হবার সাথে সাথেই এর ফিচার নিয়ে টেকস্পেটে দেখুন রিভিউ পোস্ট! চোখ রাখুন টেকস্পেটে!
No comments:
Post a Comment