Tuesday, August 7, 2012

একটি সফটওয়্যার এর মাধ্যমে শিখে নিন পবিত্র আল-কোরআন!

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের একটি সফটওয়্যার দিবো যার মাধ্যমে পবিত্র আল-কোরআন শিখতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ সত্যি। সফটওয়্যারটি পোর্টেবল তাই ইন্সটল্যাশন এর ঝামেলা নেই।

কোরআন শিক্ষার সফটওয়্যারঃ-

>>> ঘরে বসে কম্পিউটারে কুরআন শিক্ষার জন্য এই ছোট সফ্টওয়ারটি হতে পারে আদর্শ এক শিক্ষক।
>>> সফ্টওয়ারটি ডাউনলোড করে Al-Qura’n Shikha.exe ফাইলটি ক্লিক করে ওপেন করুন।
>>> আপনার নাম টাইপ করে প্রবেশ করুন।
>>> এবং এর নানা ফিচারের সাথে পরিচিত হোন নিজে নিজে।
>>> আপনি কোন একটি লিখার উপর ক্লিক করলে আপনাকে পড়ে শুনাবে।
>>> সূচিপত্র তে ক্লিক করে প্রথম পাতায় যেতে পারবেন।
>>> নিশ্চিৎ আপনার ভালো লাগবে এবং একই সাথে শিখতে পারবেন পবিত্র আল-কোরআন, পড়তে পারবেন সহজে ইনশাল্লাহ।

পবিত্র আল-কোরআন শিক্ষার সফটওয়্যারটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।

বিঃদ্রঃ- সফটওয়্যারটি ট্রায়াল ভার্সন লিখা থাকলেও কোন সমস্যা নেই। আপনি ব্যাবহার করতে পারবেন সবসময়। :)
►►►পবিত্র আল-কোরআন বাংলায় আপনার কপি সংগ্রহ করে নিতে ক্লিক করুন এখানে।

আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দুয়া করবেন।
আল্লাহ হাফেজ। :)

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...