Imdb Rating: 8.8
Top 250 # 12
Personal Rating: 9/10
Nominated for Oscar. Another 4 wins & 13 nominations
Rotten Tomatoes: 81% Audience: 95%
এটা এমন একটা মুভি শেষ দৃশ্য না দেখলে বোঝাই যাবে না মুভিটা কতখানি টুইস্ট । ২০০৯ সালে দেখা মুভিটি শেষ দৃশ্যের কারণে এখনো আমার স্মরণে আছে । আশা করি মুভি প্রেমিদের সেরা মুভির স্থানে এই মুভিটি জায়গা করে নেবে।
কাহিনীঃ নেরেটর (Edward Norton) একজন সাধারন চাকুরীজীবি । জীবনের উপর হতাশা , আর মনের অস্থিরতার জন্য রাতে ঘুম হয় না তার । এক বিমান ভ্রমনে পরিচয় হয় টেইলর ডুরডেন (Brad Pitt) এর সাথে । বাসায় ফিরার আগে জানতে পারে তার বাসা কেউ বোম দিয়ে উড়িয়ে দিয়েছে । থাকার কোন জায়গা না পেয়ে ফোন করে ডুরডেনকে । আর এর পরেই শুরু হয় তার জীবনের অন্যতম সময়। ডুরডেনের দুঃসাহসীক কাজের সঙ্গী হয়ে যায় সে । দুইজন মিলে গড়ে তুলে ফাইট ক্লাব , যেই ক্লাবের সদস্য শুধু তারাই হতে পারবে যাদের জীবন সম্পর্কে হতাশা আর ক্ষোভ রয়েছে ।কিন্তু কিছু দিন পর লক্ষ্য করে ডুরডেন তাকে না জানিয়ে গড়ে তুলেছে বিশাল এক বাহীনি , যার উদ্দেশ্য নাশকতা সৃস্টি করা । এদিকে তাকে একলা ফেলে একদিন ডুরডেন হটাৎ হাওয়া হয়ে যায় , কিন্তু বাহীনি তার নির্দেশ পালনে প্রস্তুত । নেরেটরের কথায় থামবে না তারা । তাদের থামাতে পারে শুধু মাত্র একজন , টেইলর ডুরডেন । ব্যাস শুরু হয়ে গেল ডুরডেনকে খোঁজা ।
ছবিটি শুরুর দিকে ভাল না লাগলেও ধৈর্য্য নিয়ে বসে থাকুন ভাল কিছু রয়েছে সামনে নিশ্চয়তা দিলাম। সন্দেহ নেই ব্রাড পিটের অন্যতম সেরা মুভি । প্রথম দিকে কাহীনি তেমন পরিস্কার নয় বলে হয়তো দেখতে আগ্রহ লাগবে না , কিন্তু শেষে সম্পুর্ন কাহীনি যখন বুঝতে পারবেন তখন চমক লাগবে অবশ্যই। ছবির একটা লাইন বলে দিলে ছবিটি দেখার মজা থাকবে না তাই বললাম না ।
প্রথম প্রকাশ
টরেন্ট লিংক
No comments:
Post a Comment