Saturday, August 11, 2012

গেম রিভিউ – Prototype 2 (2012)

একটি ফাটাফাটি অ্যাকশন গেম! যার নাম Prototype 2.
Prototype 2 গেম রিভিউ   Prototype 2 (2012)
এই বছরেরই ২৪ এপ্রিল গেমটিকে Open world action-adventure category তে রিলিজ করা হয়। গেমটিকে ২০০৯ সালে রিলিজ পাওয়া Prototype এর Direct Sequel হিসেবে ডেভেলপ করেছে Canadian studio Radical Entertainment এবং গেমটির পাবলিশের দায়িত্ব নিয়েছে Radical Entertainment এর স্বত্বাধিকারী Activision। গেমটির ডিজাইন এর কাজ করেছেন Matt Armstrong.
এক নজরে Prototype 2 গেমটির Technical Review : 
1. Name : Prototype 2
2. Series : Prototype
3. Engine : Titanium 2.0

4. Platform(S) :
A) Microsoft Windows
B) Playstation 3
C) Xbox 360

5. Release Date(S) :
A) For Microsoft Windows :
i) North America : July 24, 2012
ii) Europe : July 27, 2012
B) For Playstation 3 & Xbox 360 : April 24, 2012 (Worldwide)

6. Genre(S) : Action-adventure, Open world
7. Mode(S) : Single-player (Third-person view)

8. Rating(S) :
A) ACB : MA15+
B) BBFC : 18
C) ESRB : M
D) PEGI : 18

Media/Distribution : Optical Disc, Download

Prototype 2 গেমটির প্রধান চরিত্রের নাম James Heller। সে তার পরিবারের মর্মান্তিক মৃত্যুর জন্য Alex Mercer নামে একজন বিজ্ঞানীকে দায়ী করে। একটি সুইসাইডাল মিশন থেকে বেঁচে ফেরার পর থেকেই James Heller হত্যার জন্য Alex Mercer কে খুঁজতে থাকে। Alex Mercer এমন একটি ভাইরাস মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে যে এতে মানুষ জীবন্মৃত অবস্থায় চলে যায়, এবং হিংস্র হয়ে ওঠে। Alex Mercer এর উদ্দেশ্য পরিষ্কার ছিল না, তবে এতটুকুই নিশ্চিত হওয়া গেছে যে Prototype এর মত সে এখানে ভাইরাসটি নির্মূল করার ঘোষণা দেয় নি, বরং আরো ছড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
Prototype এর কাহিনীর ভয়ংকর ভাইরাস থেকে ম্যানহ্যাটন কে বাহ্যিকভাবে রক্ষা করার পর সবাই ধরে নেয় Alex Mercer এর ভাইরাসটি নির্মূল করা গেছে। কিন্তু Prototype ধ্বংসযজ্ঞের মাত্র ১৪ মাস পরেই ম্যানহ্যাটনে আবার “Mercer Virus” ছড়িয়ে পড়ে যা আগের বারের তুলনায় বেশি ভয়ংকর রূপ ধারণ করে। সমগ্র নিউইয়র্কে এই ভাইরাসের আক্রমণ ছড়িয়ে পড়ে। তখন আক্রমণের ভিত্তিতে নিউইয়র্ক শহরকে তিন ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে Red, YellowGreen Zoneম্যানহ্যাটনের নতুন নাম রাখা হয় New York Zero (NYZ)গ্রীন জোনের নিরাপত্তা ও অন্যান্য বিষয়ের দায়িত্ব অর্পিত হয় Prototype এর মূল যোদ্ধা সংঘ এবং James Heller এর কর্তৃপক্ষ Blackwatch এর উপর। Blackwatch কে স্টেট সরকার নির্দেশ দেয় New York Zero (NYZ) থেকে ভাইরাসের হোতা  Alex Mercer কে গ্রেফতার ও ভাইরাস নির্মূলের অ্যান্টিডোট উদ্ধারের জন্য। পুনরায় ডাক পড়ে James Heller এর। পুরনো শত্রুর সাথে হিসেব মেলানোর সুযোগ ছাড়তে চায়নি James Heller, তাই সে সানন্দে এই মিশনে যেতে রাজি হয়।
গেমটির শুরু হয় Yellow Zone এর গেট থেকে। James Heller ভূমিকায় গেমারকে বিভিন্ন সময় বিভিন্ন অন-প্লেস অ্যাকশনের মুখোমুখি হতে হবে। শহরে ইনফেক্টেড মানুষদের নির্মূল করতে হবে। তার পাশাপাশি Alex Mercer এর সৈন্যদের মুখোমুখি হতে হবে গেমারকে। এছাড়া গেমারকে মুখোমুখি হতে হবে ভাইরাসে আক্রান্ত এক বিশেষ ধরণের প্রানীর সাথে, যার নাম রাখা হয়েছে “BioBomb” , এই সময় গেমার পাবেন বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র এবং সোনার সিস্টেম এর সাহায্য। সোনার সিস্টেম পালস রেট এবং অন্যান্য বায়ো-অ্যাক্টিভিটি সনাক্ত করতে পারে, যা গেমারকে দেবে গেমটি খেলার সময় বাড়তি সুবিধা। পুরো গেমেই গেমারকে James Heller হিসেবে চিন্তা ভাবনা করতে হবে, নিজের বুদ্ধি ব্যবহার করে খেলতে হবে ইয়েলো জোন কে ভাইরাস মুক্ত করতে হবে। এই সময় James Heller কে একাই Alex Mercer এর অত্যাধুনিক সেনাবাহিনীর সাথে লড়তে হবে। ইয়েলো জোন ও রেড জোন পার করার পর গেমারকে নিউইয়র্ক জিরোতে যেতে হবে। সেখান থেকে Alex Mercer কে হত্যা করে অ্যান্টিডোট উদ্ধার করতে পারলেই গেম শেষ হবে।
দেখে নিন Prototype 2 গেমটির কিছু Screenshot : 


210 899x505 গেম রিভিউ   Prototype 2 (2012)





57 899x505 গেম রিভিউ   Prototype 2 (2012)



75 899x505 গেম রিভিউ   Prototype 2 (2012)





108 899x505 গেম রিভিউ   Prototype 2 (2012)











165 899x505 গেম রিভিউ   Prototype 2 (2012)





194 899x505 গেম রিভিউ   Prototype 2 (2012)

201 899x425 গেম রিভিউ   Prototype 2 (2012)

নিচের লিঙ্ক থেকে গেমটির অফিশিয়াল ভিডিও ট্রেলার দেখে নিতে পারেন :
Link 1
Link 2
Link 3
Prototype 2 গেমটির অডিও ট্র্যাক গেমটির রিলিজের দিনই পাবলিশ করা হয়। চলুন এক নজরে দেখে নেই গেমটির অডিও ট্র্যাকগুলো :
1. ”Resurrection” (3:14)
2. ”Project Long Shadow” (2:38)
3. ”The Lab Rat” (3:25)
4. ”Operation Flytrap” (3:09)
5. ”Feeding Time” (2:57)
6. ”Salvation” (4:50)
7. ”Natural Selection” (3:34)
8. ”The White Light” (3:07)
9. ”Taking The Castle” (4:20)
10. ”A Maze Of Blood” (3:03)
11. ”A Stranger Among Us” (4:01)
12. ”A Nest Of Vipers” (2:47)
13. ”Fly In The Ointment” (3:12)
14. ”Burned From Memory” (3:27)
15. ”A Labor Of Love” (2:48)
16. ”Murder Your Maker” (5:25)

এবার গেমটির মার্কেট রেটিং দেখা যাক :
Prototype 2 - Aggregate scores :
1. GameRankings :
A) PC - 86.00%
B) PlayStation 3 - 79.14%
C) Xbox 360 - 75.67%

2. Metacritic :
A) PC - 80/100
B) PlayStation 3 - 79/100
C) Xbox 360 - 74/100

Review Score : G4 – 4/5

Prototype 2 গেমটি ২০১২ সালের Best selling গেম হিসেবে Kinect Star Wars এবং  Call of Duty: Modern Warfare 3 গেম দুইটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে।
এবার গেমটি খেলতে প্রয়োজনীয় কনফিগারেশন সম্পর্কে জেনে নেয়া যাক :
1. Operating System : Windows 7 (64 bit)
2. CPU : Intel Core i3 + or better
3. Memory : 4 GB RAM
4. Hard Drive Space : 15 GB
5. Graphics Card : NVIDIA Gforce 5900
6. Sound Card : Sorrunded 5.1 Sound Card

যারা গেমটি ডাউনলোড করতে চান, তারা নিচের লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড অথবা টরেন্ট দিয়ে ডাউনলোড করে নিতে পারেন :
Direct Download
Download By Torrent

এই ছিল Prototype 2 এর গেম রিভিউ। কেমন লাগলো জানাবেন। icon smile গেম রিভিউ   Prototype 2 (2012)

2 comments:

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...