Friday, February 8, 2013

তৈরি করুন পছন্দ মত লোগো। হয়ে যান লোগো ডিজাইনার!!

আমরা অনেক সময় আমাদের বিভিন্ন কোম্পানী বা নিজস্ব ব্লগ বা ওয়েবসাইটের জন্য লোগো বানিয়ে থাকি। লোগো যদি আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে বানাতে যায় তাহলে ডিজাইনের কাজ জানতে হবে। এখানে আমি দেখাব কিভাবে গ্রাফিক্স ডিজাইনার না হয়েও লোগো বানাবেন।
সফটওয়্যারটির নাম হচ্ছে AAA LOGO আমরা হয়ত এর নাম অনেকে শুনেছি বা এটা দিয়ে কাজও করছি। কিন্তু বিভিন্ন জনের কাছে আছে হয়ত ট্রিয়াল ভার্সন। আজকে আমি আপনাদেরকে Full Version এর লিংক দিব।
সফটওয়্যারটির কিছু ছবি বা পরিচিতি:
যখন আপনি সফটওয়্যারটি সেটাপ দেওয়ার পর রান করবেন তখন আপনার কাছে এ রকম পেজ আসবে, তার মধ্যে অনেক লোগো এর ডিজাইন আছে। যা সফটওয়্যারটিতে দেওয়া থাকে। আপনি চাইলে সে গুলো এডিট করেও লোগো বানাতে পারেন বা নিজ থেকে বিভিন্ন ছবি বা ক্লিপ আর্ট ব্যবহার করে লোগো বানাতে পারবেন।
আরো অনেক ছবি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ছবি আপলোড করতে সমস্যা হওয়ায় দিতে পারছিনা।

সফটওয়্যারটি মিডিয়াফায়ারে আপলোড করা। ১৫ এমবি। ডাউনলোড

Source

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...