Monday, March 8, 2010

ভাইরাস দ্বারা আক্রান্ত কম্পিউটারের জন্য মোস্ট ওয়ান্টেড ১২ টি ফিক্সিং টুল

আমাদের প্রায়ই কম্পিউটারের ভাইরাসের মুখোমুখি হতে হয়, শব্দটি শুনলেই কেমন যেন ভয় ভয় লাগে। ভাইরাস দ্বারা কম্পিউটার আক্রান্ত হলে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আজ আপনাদের ১২ টি টুলস দিবো যা দিয়ে আপনি ভাইরাসে আক্রান্ত কম্পিউটারে ফিক্সিং করে আপনার নিয়ন্ত্রনে নিয়ে আসতে পারবেন।

ভাইরাস সম্পর্কে কিছু তথ্য জেনে নিন :-

কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে। মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। একটি ভাইরাস এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যেতে পারে কেবলমাত্র যখন আক্রান্ত কম্পিউটারকে স্বাভাবিক কম্পিউটারটির কাছে নিয়ে যাওয়া হয়। যেমন: কোন ব্যবহারকারী ভাইরাসটিকে একটি নেট ওয়ার্কের মাধ্যমে পাঠাতে পারে বা কোন বহনযোগ্য মাধ্যম যথা ফ্লপি ডিস্ক, সিডি, ইউএসবি ড্রাইভ বা ইণ্টারনেটের মাধ্যমে ছড়াতে পারে। এছাড়াও ভাইরাসসমূহ কোন নেট ওয়ার্ক ফাইল সিস্টেমকে আক্রান্ত করতে পারে, যার ফলে অন্যান্য কম্পিউটার যা ঐ সিস্টেমটি ব্যবহার করে সেগুলো আক্রান্ত হতে পারে। ভাইরাসকে কখনো কম্পিউটার ওয়ার্ম ও ট্রোজান হর্সেস এর সাথে মিলিয়ে ফেলা হয়। ট্রোজান হর্স হল একটি ফাইল যা এক্সিকিউটেড হবার আগ পর্যন্ত ক্ষতিহীন থাকে। বর্তমানে অনেক পার্সোনাল কম্পিউটার (পিসি) ইণ্টারনেট ও লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে যা ক্ষতিকর কোড ছড়াতে সাহায্য করে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ই-মেইল ও কম্পিউটার ফাইল শেয়ারিং এর মাধ্যমে ভাইরাস সংক্রমন ঘটতে পারে। কিছু ভাইরাসকে তৈরি করা হয় প্রোগ্রাম ধ্বংশ করা, ফাইল মুছে ফেলা বা হার্ড ডিস্ক পূণর্গঠনের মাধ্যমে কম্পিউটারকে ধ্বংশ করার মাধ্যমে। অনেক ভাইরাস কম্পিউটারের সরাসরি কোন ক্ষতি না করলেও নিজেদের অসংখ্য কপি তৈরি করে যা লেখা, ভিডিও বা অডি ও বার্তার মাধ্যমে তাদের উপস্থিতির বহিঃপ্রকাশ ঘটায়। নিরীহ দর্শন এই ভাইরাসগুলোও ব্যবহারকারীর অনেক সমস্যা তৈরি করতে পারে। এগুলো স্বাভাবিক প্রোগ্রামগুলোর প্রয়োজনীয় মেমোরি দখল করে। বেশ কিছু ভাইরাস বাগ তৈরি করে, যার ফলশ্রুতিতে সিস্টেম ক্র্যাশ বা তথ্য হারানোর সম্ভাবনা থাকে।

সর্তকতা :-

কম্পিউটারকে ভাইরাসের আক্রমন হতে রক্ষা করার জন্য সর্তকতার কোন বিকল্প নেই। আগে আমরা দেখি ভাইরাস ছড়ায় কেমন করে। কোন ভাইরাজই নিজ খেকে সক্রিয় হতে পারে না, ভাইরাস প্রোগ্রাম সক্রিয় হবার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে এবং আমরা এই সকল ভাইরাসের ধোকায় পরে নিজেদের অজানতেই ভাইরাস প্রগ্রামকে সক্রিয় করে ফেলি।ভাইরাজ বা ওয়ার্ম প্রগ্রাম ফাইল শেয়ারিং অথবা পেন ড্রাইভের মাধ্যমে ছড়ায় যা আমরা হয়তো অনেকেই দেখেছি। ভাইরাস আক্রান্ত পিসিতে পেনড্রাইভ লাগালে ভাইরাসটি পেনড্রাইভে তার একটা কপি তৈরি করে। আর একটা autorun.inf ফাইল তৈরি করে দেয়। এই আক্রান্ত পেনড্রাইভটি অন্য পিসিতে লাগানোর পর এর সাথে জড়িত যেকোন “Event” ঘটলে (যেমন open বা explore করলে ) autorun.inf ফাইলটি সক্রিয় হয়ে ভাইরাসটিকে Execute করে দেয়। যেমন: কম্পিউটারে পেন ড্রাইভ যুক্ত করলে Autoplay প্রম্পটে আসবে এবং এখান থেকে open বা explore যে অপশনটিই নির্বাচন করি না কেন autorun.inf ফাইলটি সক্রিয় হয়ে ভাইরাসটিকে Execute করে দিবে।তার মানে কোনভাবে এই autorun.inf ফাইলকে তৈরি হতে দেয়া না হলে, ভাইরাস পেনড্রাইভে থাকলেও Execute করবে না। এখন সমাধান হল আগে থেকে আপনি আপনার পেনড্রাইভে একটা autorun.inf নামে “ফোল্ডার” (ফাইল নয়) তৈরি করে রাখুন। তাহলেই তাকে রিপ্লেস করে আক্রান্ত পিসির ভাইরাসটি নিজস্ব autorun.inf ফাইল তৈরি করতে পারবে না। কারণ, বেশিরভাগ ভাইরাস নির্মাতারা এই বিদঘুটে সমভাবনাটা এড়িয়েই যান।

মোস্ট ওয়ান্টেড ১২ টি ফিক্সিং টুল সংগ্রহে রাখুন :-

এমন অনেক ভাইরাস আছে যেগুলো আপনার সক্রিয় এন্টিভাইরাসটিকে ফাকি দিয়ে আপনার কম্পিউটারে প্রবেশ করে এবং তার কার্যক্রম শুরু করে দেয়। পড়তে হয় মহা বিপদে আমিও পড়েছিলাম এমন বিপদে ;) টিউনটি সংগ্রহে রাখতে পারেন আপনিও এমন সমস্যায় পড়েতে পারেন……… 12 fix tools for pc - Nabil

যে ১২ টি সমস্যা Fix করতে পারবেন :-

  • 1. Autoruns fix
  • 2. Freecommander
  • 3. Process Explorer
  • 4. Promast
  • 5. Run
  • 6. Runscanner
  • 7. gs
  • 8. isreset
  • 9. regalyz
  • 10. tasklist
  • 11. combo fix
  • 12. task manager fix

349e3at • ভাইরাস দ্বারা আক্রান্ত কম্পিউটারের জন্য মোস্ট ওয়ান্টেড ১২ টি ফিক্সিং টুল !!! | Techtunes

MediaFire Downloadfavicons?domain=www.mediafire • ভাইরাস দ্বারা আক্রান্ত কম্পিউটারের জন্য মোস্ট ওয়ান্টেড ১২ টি ফিক্সিং টুল !!! | Techtunes

আশা করি টিউনটি বিপদের সময় কাজে আসবে 10 মেগাবাইটে সবগুলো টুলস দেয়া আছে। আপনাদের কাজে আসলেই টিউনটি সার্থক হবে।

পোষ্ট রিভিউ :-

আমার পুরোনো পোষ্টগুলো যদি মিস করে থাকেন তবে এক্ষুনি দেখে নিন…

# প্রয়োজনীয় কিছু সফটয়্যার ফ্রি ডাউনলোড করে নিন এক্ষুনি (এক্সক্লুসিভ) !!! (পার্ট-০১)

# প্রয়োজনীয় কিছু সফটয়্যার ফ্রি ডাউনলোড করে নিন এক্ষুনি (Mediafire লিঙ্কে) !!! (পার্ট-০২)

# প্রয়োজনীয় কিছু সফটয়্যার ফ্রি ডাউনলোড করে নিন এক্ষুনি (মেগা কালেকশন)!!! (পার্ট-০৩)

# Yeni প্রয়োজনীয় কিছু সফটয়্যার ফ্রি ডাউনলোড করে নিন এক্ষুনি ( স্পেশাল ) !!! (পার্ট-০৪)

- – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - –

Powered By Plug N Play

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...