কম্পিউটারে গেমস খেলতে পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। তাই গেমস প্রেমীদের কথা মাথায় রেখেই গেমস নির্মাতা প্রতিষ্টানগুলো নিয়মিত নতুন নতুন গেমস তৈরি করছে। প্রত্যেক গেমসই যে মানুষকে আকৃষ্ট করবে এমনটি নয়। তাই যেসব গেমস মানুষ সবচেয়ে বেশীবার খেলেছে, ডাউনলোড বেশি হয়েছে এবং সিডি বিক্রি হয়েছে এইসব গেমসগুলোকে বছরের সেরা গেমস হিসেবে ঘোষনা করা হয়। তেমনি আজকে কিছু ২০০৯ সালের সবচেয়ে সেরা কিছু গেমস আপনাদের সামনে তুলে ধরব।
Best shooter
Call of Duty: Modern Warfare 2
Left 4 Dead 2
Best action/adventure
Uncharted 2: Among Thieves
“Assassin’s Creed II,
Batman: Arkham Asylum এবং
Brutal Legend.”
Best racing game
আমরা সাধারনত রেসিং গেমসের সবচেয়ে বেশী ভক্ত। তবে আমার কাছে আগে NFS2 টা সবচেয়ে বেশী ভাল লাগত। কিন্তু ২০০৯ সালে ঠিক এরকমই একটি রেসিং গেমস সেরাদের মুকুট পেয়েছে। গেমসের নামটি
“Forza Motorsport 3″
বিদ্রঃ তবে এই গেমসটি খেলতে হাই কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment