Thursday, June 3, 2010

পুরুষদের ল্যাপটপ ব্যবহারে সতর্কতা

Plug N Play © 2010 Privacy
যে সব পুরুষ ঘন্টার পর ঘন্টা প্রতি দিন কোলের উপর ল্যাপটপ নিয়ে কাজ করে তারা চিরতরে পিতা হওয়ার সুযোগ হতে বঞ্চিত হতে পারেন– এমনটাই অভিমত বিঞ্জানীদের। ল্যাপটপ ব্যবহারকারি পুরুষেরা যে ভঙ্গিতে পা ভাজ করে ল্যাপটপ ব্যবহার করে তাতে শুক্রানু উৎপাদনকারি শুক্রাশয়ের তাপমাত্রা ২.৮ ডিগ্রী বেড়ে যাওয়ার ঝুকি থাকে। বিঞ্জানীদের মতে স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রী তাপমাত্রা বাড়লে শুক্রাশয়ের স্পার্ম বা শুক্রানু উৎপাদন ব্যহত হয়। ল্যাপটপ থেকে তাপ উৎপাদিত হয় বলে ব্যবহারকারি পুরুষদের এ ব্যাপারে সতর্ক থাকা উচিৎ। আরো দেখুন
http://www.sciencedaily.com/releases/2009/06/090612202347.htm
Plug N Play © 2010 Privacy

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...