Thursday, June 3, 2010

"You may be a victim of software counterfeiting" বন্ধ করুন

অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি। যার সম্পর্কে বা এর জনপ্রিয়তা সম্পর্কে হয়তো বা আপনাকে না বললেও চলবে। আমরা বেশিরভাগই কম্পিউটার ব্যবহারকারীরা সাধারণ বা পাইরেট সফটওয়্যার ব্যবহার করে থাকি। বেশিরভাগরই সাধ্য না থাকায় আমরা বাজারের লোকাল ডিস্কের অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু সমস্যা দেখা দেয় পরে। যাই হোক অনেক সমস্যার মধ্যে একটি সমস্যায় মনে হচ্ছে আমরা প্রায়ই পড়ি। সেটি হচ্ছে You may be a victim of software counterfeiting. এ ধরনের একটি সমস্যায়। খুব সহজেই আপনি এ ধরনের ছোট একটা সমস্যার সমাধান করতে পারেন। সাধারনত হয় কি, উইন্ডোজের সবশেষ আপডেট হালনাগাদ বা সার্ভিসপ্যাক হালনাগাদ করলে এ ধরনের সমস্যা হয়ে থাকে। যাই হোক আপনি রেজিস্ট্রিএডিট দিয়ে এ ধরনের সমস্যার সমাধান করতে পারেন। বিস্তারিত নিম্নরুপ : প্রথমে Run থেকে Regedit টাইপ করে এন্টার দিন এবং HKEY_Local_Machine\ Software\ Microsoft\ WindowsNT\ CurrentVersion\ Winlogon\ Notify এ যান। এখন আপনি Notify ফোল্ডারে লক্ষ্য করুন WGALOGON নামে একটি সফটওয়্যার রয়েছে। এ ফোল্ডারটি ডিলেট করে দিন। এখন চালু থাকা সব প্রোগ্রাম বন্ধ করে রিস্টাট দিন।

No comments:

Post a Comment

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...