Thursday, June 17, 2010

ক্যাস্পারস্কী ২০১০ ব্যবহার করুন বছরের পর বছর

ক্যাস্পারস্কী সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। অসাধারণ এই এন্টিভাইরাস সফটওয়্যারটি ভাইরাস শনাক্ত করণে বেশ পটু। এটি ব্যবহার করতে হলে আপনাকে অর্থ খরচ করে এর বৈধ কী সংগ্রহ করতে হবে। আপনি ইচ্ছে করলে আমার মত বিনা পয়সায় এর সব সুবিধাসহ ট্রাইল ভার্সন (৩০ দিনের জন্য) ব্যবহার করতে পারেন। আর ৩০ দিন মেয়াদ শেষের আগেই সেটাকে পূনরায় ৩০ দিনের জন্য সক্রিয় করে তা আপনি ব্যবহার করতে পারবেন বছরের পর বছর। পূনরায় মেয়াদ বৃদ্ধি করবে এ রকম একটি সফটওয়্যারের খোজ দিচ্ছি আপনাদের। সফটওয়্যারটি এখান থেকে
http://www.mediafire.com/download.php?dnziywgnzgm
ডাউনলোড করে নিন। এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন:

Ø আপনার কম্পিউটারের টাস্কবার থেকে ক্যাস্পারস্কী আইকনের উপর ক্লিক করে সেটিংস এ ক্লিক করুন।
Ø বামদিকে অপশন এ ক্লিক করে ডানদিকে Enable Self-Defense টিক চিহ্ন উঠিয়ে দিন।
Ø ডাউনলোড করা Kaspersky Trial Re-setter এ ডাবল ক্লিক করে ওপেন করুন।
Ø Install বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ পর কম্পিউটার রিস্টার্ট চাইবে। Yes বাটনে ক্লিক করুন।
Ø রিস্টার্ট হওয়ার পর টাস্কবারের ক্যাস্পারস্কী আইকনে ক্লিক করে এটি ওপেন করে নিয়ে নিচের License এ ক্লিক করে Active New License এ ক্লিক করুন।
Ø ইন্টারনেট কানেক্ট করে নিয়ে Activate Beta License ক্লিক করুন।

ব্যাস পেয়ে গেলেন আরো ৩০ দিন। এভাবে কী সংগ্রহের ঝামেলা ছাড়াই ভাইরাস থেকে সুরক্ষিত থাকুন। kaspersky2010 trial ভার্সন পেতে এখানে
http://usa.kaspersky.com/trials/home-users/anti-virus/
ক্লিক করুন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...