Thursday, June 17, 2010

Ram is not Working ? What 's the solve your problem?

অনেক সময় দেখা যায় অপারেটিং সিস্টেম রান হওয়ার সময় একটি ম্যাসেজ দেয়।ম্যাসেজটি হলোঃ "Operating System Could Not BeLoaded" . এ সমস্যাটি প্রধানত দুটি কারনে হতে পারে। একটি হল হার্ড ডিস্ক ক্র্যাশ হলে অন্যটি হলো Ram এ সমস্যা থাকলে। যদি Ram এ সমস্যাথাকে তবে কি করবেন তা এখন বলছি ।

আপনার কম্পিউটারে মাদারবোর্ডে লাগানো Ram এ সমস্যা থাকলে স্লটটি মাদারবোর্ড থেকে খুলেঅন্য একটি স্লটে লাগিয়ে দেখুন কাজ করে কি না। এ জন্য দুই হাতের তর্জনী আঙ্গুলের সাহায্যে Ram স্লটের দুইপাশের ক্লিপে চাপ দিন।স্লট টি সুন্দরভাবে খুলে যাবে।যদি লাগানোর পর বুঝতে পারেন যে Ram টি ত্রুটিপুর্ন তবে তা বদলিয়ে ফেলুন । নতুবা এর প্রভাবে আপনার দামী মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে। কাজেই সাবধান !!!

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...