কম্পিউটার চালাতে গিয়ে আমরা প্রায়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হই । বিশেষ করে আমরা যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করি তারা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই । এর কারন আমরা এখন এক্সপি দিয়ে অপারেটিং সিস্টেম পরিচালনার করার যে নিয়মাবলী রয়েছে সেসব নিয়মাবলী সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ সচেতন নই । ফলে আমাদের কম্পিউটারের পার্টিশন ঘন ঘন করতে হয় । আজ আমি আপনাদের এমন একটি সমস্যার কথা বলব যার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত । এক্ষেত্রে অনেকে সহজ সমাধান টি না করে সিস্টেম ফরম্যাট করে নতুন করে এক্সপি সেটাপ করে ।
এ সমস্যা টি হলো NTLDR FILE IS MISSING . প্রথমে এটি কি কারনে দেখা দেয় তা আমি আপনাদের আলোচনা করছি । এ সমস্যা টি মূলত ঘটতে পারে দুটি কারনে । এ কারন দুটি হলঃ
1.MFT ROOT FOLDER যদি SEVERELY FRAGMENTED হয়।
2.MFT মূল ফোল্ডার যদি অনেক ফাইল ধারন করে
MFT fragemented হতে পারে যদি সেখানে একটি অতিরিক্ত বরাদ্দ করা সূচিপত্র ( additional allocation index ) তৈরী করা হয় । কারন ফাইল বরাদ্দ করা সূচিপত্রে বর্নানুক্রমিক ম্যাপ করা হয় । NTLDR ফাইলটি হয়তো ২য় allocation index. এ ধাক্কা দেয় । যখন এটি ঘটে তখন আপনার কম্পিউটারের মনিটরে শো করে " NTLDR FILE IS MISSING " । এই অবস্থাটি ঘটতে পারে যদি একটি প্রোগ্রাম নিয়মিতভাবে তৈরি করে এবং removes temporary files in the root folder , অথবা যদি অনেক ফাইল একসঙ্গে মূল ফোল্ডারে কপি করা হয় ।
এটা গেলো কি কারনে এ সমস্যাটি ঘটে তার বর্ননা । এবার কিভাবে এ সমস্যাটি সমাধান করবেন তা আমি বলছি । আপনারা দয়া করে ধৈর্য্য সহকারে শুনুন ।
১। প্রথমে উইন্ডোজ এক্সপি ইনস্টলেশন সিডি প্রবেশ করান এবং কম্পিউটার Restart করুন ।
২। Open হলে DEL OR F2 চেপে বায়োসে গিয়ে BOOT FROM CD সিলেক্ট করুন ।
৩। আবার Restart হলে windows xp setup মেনু আসলে সেখান থেকে Repair " R " select করুন ।
৪। এবার যে স্ক্রীনটি আসবে তা এ রকম 1:c:\windows
which windows installation would you like to log into (to cancel .....press
enter ) এখানে ১ চাপুন । এক্ষেত্রে উল্লেখ্য যে আপনার কম্পিউটারে যদি আগে থেকে কোনো পাসওয়ার্ড দেয়া থাকে তবে সেই পাসওয়ার্ড দিয়ে এডমিনে প্রবেশ করুন ।
৫। এবার যে স্ক্রীন টি আসবে তা হলঃ C:\windows> এক্ষেত্রে আপনার সিডি রমটি যে ড্রাইভে আছে তা সিলেক্ট করুন । অর্থাৎ C:\windows>E: লিখে Enter চাপুন ।
৬। এবার যে স্ক্রীন টি আসবে তা হলোঃ E:\
এখানে E:\dir লিখে এন্টার চাপুন ।
৭। এবার E:\copy e:\i386\ntldr c:\ লিখে এন্টার চাপুন ।
নীচে 1 file(s) copied লেখাটি আসবে ।
৮। এবার E:\exit লিখে এন্টার চাপুন ।
এ পর্যায়ে আপনার কাজ শেষ হল । এবার কম্পিউটার Restart হবে এবং BOOT FROM HDD করে দিন । দেখুন আপনার কম্পিউটার এবার ঠিকমত চলছে । আশা করি আপনারা এ সমস্যা টি সহজে সমাধান করতে পারবেন ।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment