Thursday, September 8, 2011

বাংলার প্রথম টেকনোলজি ডিকশনারি – “টেকনোলজি বেসিক”, এবার প্রযুক্তির সকল কিছুই জানুন বাংলাতে !

বাংলা সাইটগুলো দিনে দিনে আরো সমৃদ্ধ হচ্ছে । এর লক্ষে প্রতিদিন নতুন নতুন সাইট তৈরি হচ্ছে । বাংলাতে নতুন সাইটগুলো ব্লগসাইট, টিপস-ট্রিকস ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ থাকছে । তাই দিতে চেয়েছিলাম নতুন এবং ভিন্ন কিছু । সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে http://www.technologybasic.com । এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে উইকিপিডিয়া স্টাইলে যুক্ত করা হয়েছে ছবি ও ব্যাকলিঙ্ক, যাতে ভিজিটররা প্রতিটি ওয়ার্ড খুব সহজেই বুঝতে পারে। আপনি এখানে টেকনোলজির প্রতিটি ওয়ার্ডেরই ব্যাখ্যা পাবেন।

ইন্টারনেট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
হার্ডওয়্যার টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
সফটওয়্যার টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
টেকনিক্যাল টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
ফাইল ফরমেট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক
বিট এবং বাইট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক

এই সাইট তৈরি করার ক্ষেত্রে আমাদের টিমকে যে কত রাত না ঘুমিয়ে থাকতে হয়েছে তার কোন হিসাব নেই । এখানের প্রতিটি লেখাই এক্সকুসিভ এবং ১০০% নিশ্চিত না হয়ে একটা ওয়ার্ডও লেখা হয় নি। তবুও কিছু ভুল হয়ত থাকতে পারে । যদি কোন ভুল আপনাদের নজরে পড়ে তাহলে যোগাযোগ করতে পারেন । বানানভুল, কোন টার্মের লেখায় ভুল হলে জানাতে পারে। দরকার হলে নত্ব-বিধান-ষত্ববিধানের ভুলও ঠিক করতে রাজি আছি । আমরা আমাদের ভিজিটরকে ১০০% নির্ভুল তথ্য দিতে চাই ।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...