Monday, September 5, 2011

মোবাইল কোম্পানির ইন্টারনেট প্যাকেজ

গ্রামীণফোন
---------------
P1 (ব্যবহার অনুযায়ী বিল) : সব গ্রামীণফোন গ্রাহক এ সুযোগ গ্রহণ করতে পারবেন। প্রতি কই ২ পয়সা (ভ্যাট বাদে)।
P2 : প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহক এ প্যাকেজ গ্রহণ করতে পারবেন। প্রতিমাসে ৮৫০ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ আনলিমিটেড ইন্টারনেট উপভোগের সুযোগ।
P3 : প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহক এ প্যাকেজ গ্রহণ করতে পারবেন। রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রতিমাসে ২৫০ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ ইন্টারনেট উপভোগের সুযোগ রয়েছে এ প্যাকেজে।
P4 : শুধু প্রিপেইড গ্রাহকরা এ সুযোগ গ্রহণ করতে পারবেন। রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬০ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ এ সুযোগ উপভোগ করা যাবে।
P5 : প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহক এ প্যাকেজ গ্রহণ করতে পারবেন। প্রতিমাসে ৩এই ৭০০ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ এ সুযোগ উপভোগ করা যাবে।
P6 : প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহক এ প্যাকেজ গ্রহণ করতে পারবেন। প্রতিমাসে ১এই ৩০০ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ এ সুযোগ উপভোগ করা যাবে।
P7 : শুধু প্রিপেইড গ্রাহকরা এ সুযোগ গ্রহণ করতে পারবেন। ১৫ দিনে ১৫ গই ২৯ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ এ সুযোগ উপভোগ করা যাবে।
P9 : শুধু প্রিপেইড গ্রাহকরা এ সুযোগ গ্রহণ করতে পারবেন। ১৫ দিনে ৯৯ গই ৯৯ টাকা ও ১৫ শতাংশ ভ্যাটসহ এ সুযোগ উপভোগ করা যাবে।

বাংলালিংক
-------------
P1(ব্যবহার অনুযায়ী বিল) : এ প্যাকেজ উপভোগ করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বাংলালিংক গ্রাহকদের P1 লিখে ৩৩৪৩ নম্বরে সেন্ড করতে হবে। এ প্যাকেজে প্রিপেইড গ্রাহকরা প্রতি কই ২ পয়সা এবং পোস্টপেইড গ্রাহকরা প্রতি কই ১৫ পয়সা (ভ্যাট বাদে) উপভোগ করতে পারবেন।
P2 (আনলিমিটেড প্যাকেজ) : এই প্যাকেজে বাংলালিংক গ্রাহকরা ৬৫০ টাকা (ভ্যাট বাদে) উপভোগ করতে পারবেন। এটি উপভোগ করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে P2 লিখে ৩৩৪৩ নম্বরে সেন্ড করতে হবে।
P3 (নাইট টাইম ইন্টারনেট প্যাকেজ) : এ প্যাকেজে প্রতিমাসে ৩০০ টাকা (ভ্যাট বাদে) প্রদান করতে হয়। রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করা যাবে। এ প্যাকেজ উপভোগ করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বাংলালিংক গ্রাহকদের P3 লিখে ৩৩৪৩ নম্বরে সেন্ড করতে হবে।
P4 (ডেইলি প্যাক) : এ প্যাকেজটি সব প্রিপেইড গ্রাহক উপভোগ করতে পারবেন। দৈনিক ৫০ টাকায় (ভ্যাট বাদে) চার্জ বাবদ এ প্যাকেজ উপভোগ করা যায়।
P6 (১এন) : প্রতিমাসে ২৭৫ টাকায় (ভ্যাট বাদে) এ প্যাকেজ উপভোগ করা যাবে। এ প্যাকেজ উপভোগ করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বাংলালিংক গ্রাহকদের P6 লিখে ৩৩৪৩ নম্বরে সেন্ড করতে হবে।
চ৬ (মিনি প্যাক) : মাত্র ২০ টাকায় ২৪ ঘণ্টা (ভ্যাট বাদে) এ প্যাকেজের সুবিধা ভোগ করা যায়। এ প্যাকেজে গ্রাহকরা দৈনিক ১৫সন সুবিধা ভোগ করতে পারবেন।

রবি
-------
ভলিউম বেইস্‌ড প্যাক :1 GB – ২৭৫ টাকা (ভ্যাট বাদে)। 3 GB-৪৫০ টাকা (ভ্যাট বাদে)। ৫ GB-৬৫০ টাকা (ভ্যাট বাদে)। প্রতি প্যাকেজের মেয়াদ ৩০ দিন।
২০/২০ প্যাকেজ : ২০ MB ২০ টাকা (ভ্যাট বাদে)। এ প্যাকেজের মেয়াদ ৭ দিন। এ প্যাকেজ উপভোগ করতে *৮৪৪৪*২০# ডায়াল করুন। ব্যালেন্স দেখতে *২২২*৮১# ডায়াল করুন।
মান’লি আনলিমিটেড প্যাকেজ : এ প্যাকেজে ৭৫০ টাকায় (ভ্যাট বাদে) এক মাস অফুরন্ত ইন্টারনেট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এ প্যাকেজটি উপভোগ করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে প্রথমে A1 লিখে ৮৫৫৫-এ সেন্ড করুন। ফিরতি এসএমএস-এ Y লিখে ৮৫৫৫-এ সেন্ড করুন।
নাইট ব্রাউজিং পৱ্যান : প্রতিমাসে ২৭৫ টাকায় (ভ্যাট বাদে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করা যাবে। এ প্যাকেজটি উপভোগ করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে প্রথমে A2 লিখে ৮৫৫৫-এ সেন্ড করুন। ফিরতি এসএমএস-এ Y লিখে ৮৫৫৫-এ সেন্ড করুন।
পে পার ইউজ : ভ্যাট বাদে ২ পয়সা KB পিক আওয়ার সকাল ৯.০১ থেকে দুপুর ১২.৫৯ পর্যন্ত। অফ পিক আওয়ার ১ পয়সা KB রাত ১টা থেকে সকাল ৯টা (ভ্যাট বাদে)।
মিনিপ্যাক : ভ্যাট বাদে ১০ টাকায় ১০ MB প্রতিদিন।
এয়ারটেল
------------
প্রিপেইড গ্রাহকদের জন্য
P4 : এ প্যাকেজ উপভোগের জন্য দিনে ৫০ টাকা (ভ্যাট বাদে) ১৫০MB ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।
P5 : এ প্যাকেজ উপভোগের জন্য প্রতিমাসে ৬৫০ টাকা (ভ্যাট বাদে) ৫GB ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।
P6 : এ প্যাকেজ উপভোগের জন্য প্রতিমাসে ২৭৫ টাকা (ভ্যাট বাদে) ১GB ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।
P7 : এ প্যাকেজ উপভোগের জন্য প্রতিমাসে ৪৫০ টাকা (ভ্যাট বাদে) ৩GB ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।
P9 : এ প্যাকেজ উপভোগের জন্য দিনে ১০ টাকা (ভ্যাট বাদে) ১০ GB ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।

পোস্টপেইড গ্রাহকদের জন্য
P1: এ প্যাকেজ উপভোগের জন্য ৩ মাসে ৭৫০ টাকা (ভ্যাট বাদে) ৩ GB ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।
P3 (নাইট টাইম অফার) : এ প্যাকেজ উপভোগের জন্য রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রতিমাসে ১এই ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।
P8 : এ প্যাকেজ উপভোগের জন্য প্রতিমাসে ৩০০ টাকা ১এই (ভ্যাট বাদে) ইন্টারনেট সুবিধা উপভোগ করা যাবে।

সিটিসেল
-----------
সিটিসেল Zoom Ultra মডেমসহ সংযোগ
ZTE AC ২৭২৬ ও প্রিপেইড সংযোগ ১৪৯০ টাকা। ZTE AC ২৭২৬ ও পোস্টপেইড সংযোগ ১৯৯০ টাকা। Huawei EC ১২২ ও প্রিপেইড সংযোগ ১৪৯০ টাকা। Huawei EC ১২২ ও পোস্টপেইড সংযোগ ১৯৯০ টাকা। Huawei EC ১৬৭ ও প্রিপেইড সংযোগ ১৮৯০ টাকা। Huawei EC ১৬৭ ও পোস্টপেইড সংযোগ ২৩৯০ টাকা। ZTE AC ৬৮২ ও প্রিপেইড সংযোগ ১৪৯০ টাকা। ZTE AC ৬৮২ ও পোস্টপেইড সংযোগ ১৯৯০ টাকা।
১৫০ Kbps প্রতিমাসে ১ GB ২৭৫ টাকা, ২ GB ৪৫০ টাকা, ৩ GB ৬০০ টাকা, ৫ GB ৭০০ টাকা, আনলিমিটেড ১৫০০ টাকা।
৩০০ Kbps প্রতিমাসে ১ এই ৬০০ টাকা, ২ GB ৮৫০ টাকা, ৩ এই ১১০০ টাকা।
৩০০ Kbps প্রতিমাসে ২ এই ২২০০ টাকা, ৫ GB ৩৫০০ টাকা।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...