Thursday, September 8, 2011

রেকর্ড গড়লো অ্যাপল

ইলেকট্রনিক সংস্থা অ্যাপলের আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের বিক্রি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর ফলে প্রতিষ্ঠানটি অর্জন করেছে সর্বোচ্চ মুনাফার রেকর্ড। আর ইলেক্ট্রনিক পণ্যসামগ্রী বিক্রির দৌড়ে তারা পেছনে ফেলেছে মাইক্রোসফটের মতো বাঘা বাঘা প্রতিষ্ঠানগুলোকেও। এখানেই শেষ নয়। এ বছরের সেপ্টেম্বরেই অ্যাপল আরও অত্যাধুনিক আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, ২৫শে জুন পর্যন্ত গত ৩ মাসে অ্যাপলের আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার বিক্রি থেকে মোট মুনাফার পরিমাণ ৭৩১ কোটি ডলার; যা গত বছরের তুলানায় ১২৪ শতাংশ বেশি। আর ৩ মাসে সর্বোচ্চ মুনাফা অর্জনের ক্ষেত্রেও এটি অ্যাপল প্রতিষ্ঠানটির একটি নতুন রেকর্ড। এদিকে বছরে বছরে অ্যাপলের বার্ষিক আয় ৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৭ কোটি ডলারে। এটিও একটি নতুন রেকর্ড। ২৫শে জুন পর্যন্ত ৩ মাসে প্রতিষ্ঠানটি ২ কোটি ৩৪ লাখ আইফোন বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই ৩ মাসে অ্যাপল ৯০ লাখ ২৫ হাজার আইপ্যাড বিক্রি করেছে; যা ২০১০ সালের প্রথম ৩ মাসের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। অন্যদিকে আইপ্যাড বিক্রির হার অব্যাহতভাবে কমছে। অ্যাপলের পরিসংখ্যান অনুযায়ী আইপড বিক্রি ২০ শতাংশ কমে গেছে। সে হিসাবে ৩ মাসে অ্যাপলের ৭০ লাখ ৫৪ হাজার আইপ্যাড বিক্রি হয়েছে। এ পরিসংখ্যানের ফলে দ্বিতীয় প্রজন্মের আইপ্যাড বা আইপ্যাড-২ এর সরবরাহে ঘাটতি নিয়ে যে সংশয় ছিল তা দূর হয়ে গেছে। এ বছরের মার্চে জাপানে প্রলয়ঙ্করী সুনামি ও ভূমিকম্পের কারণে সেখান থেকে আইপ্যাড-২ এর যন্ত্রাংশ সরবরাহ বন্ধ থাকায় এ ঘাটতি সৃষ্টি হয়েছিল। তবে অ্যাপলের আইপ্যাড বিক্রির সূচকে বেশ ইতিবাচক পরিবর্তন এসেছে। ওদিকে অ্যাপলের প্রধান ফিন্যানসিয়াল অফিসার পিটার ওপেনহেইমার বলেছেন, আমরা আমাদের পারফর্মেন্স নিয়ে বেশ সন্তুষ্ট। তিনি বলেন, আমরা এখন ২০১১ সালের শেষ ৪ মাসের দিকে তাকিয়ে আছি। আমরা আড়াই শ’ কোটি ডলারের বার্ষিক আয় আশা করছি।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...