Thursday, September 8, 2011
গুগল প্লাস ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি
চালু হওয়ার তিন সপ্তাহের মধ্যে সামাজিক নেটওয়ার্ক গুগল প্লাসের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২ কোটি। অনলাইনে কোন সংস্থার কতজন ব্যবহারকারী তা পরিমাপ করে কমস্কোর (Comscore)। তারাই এ তথ্য দিয়েছে। গত সপ্তাহে গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেগি ঘোষণা দেন, তাদের সামাজিক এ ওয়েবসাইটটি ব্যবহারকারীর সংখ্যা ১ কোটিতে উন্নীত হয়েছে। তবে নিরপেক্ষ সংস্থা কমস্কোরের নতুন তথ্যে দেখা যাচ্ছে, শুধু যুক্তরাজ্যেই এ ওয়েবসাইটটি ব্যবহার করছে ৮ লাখ ৭০ হাজার মানুষ। এ ওয়েবসাইটে প্রতি সপ্তাহে গড়ে যোগ দিচ্ছে ১ কোটি নতুন ব্যবহারকারী। বলা হয়েছে, গুগল প্লাস চালু হয় গত ২৯শে জুন। এর পর ১৯শে জুলাই পর্যন্ত তাদের ব্যবহারকারী দাঁড়ায় ১ কোটি ৯৯ লাখ ৩০ হাজার। গুগল প্লাস চালু হওয়ার সময় তা নিয়ে অনেক সমালোচনা ছিল। কিন্তু মাত্র তিন সপ্তাহ আগে চালু হওয়া ওয়েবসাইট জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সমপ্রতি গুগল প্লাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিক গনডোট্রা বলেছেন, এ সাইটটি নিয়ে ব্যাপক সমালোচনা হজম করতে হয়েছে। আমরা সে সমালোচনা শুনছি এবং চেষ্টা করছি সেখান থেকে আমাদের করণীয় বের করতে। এ সপ্তাহেই হয়তো এ সাইটটিতে কিছু পরিবর্তন আসবে।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment