যুক্তরাষ্ট্রের সরকারি কোষাগারের চেয়েও অ্যাপলের হাতে আছে বেশি অর্থ। সে ধারাবাহিকতায় বিশ্বের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবারে বিশ্বের ১ নম্বর কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৫ সাল থেকে আর্থিক মূলধনের হিসেবে বিশ্বের সেরা কোম্পানি হিসেবে শীর্ষে থাকা এক্সন মোবাইলকে পেছনে ঠেলে শীর্ষে এসেছে অ্যাপল। খবর টাইমস অব ইন্ডিয়ার। ১৯৭৬ সালে ধার করা টাকায় বাড়ির গ্যারেজে দু’বন্ধু স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক মিলে প্রতিষ্ঠা করেছিলেন অ্যাপল। ১০ই আগস্ট হিসেব অনুসারে অ্যাপলের বাজার মূলধন ৩৩৭ বিলিয়ন ডলার, যা এক্সন মোবাইলের চেয়ে ৬ বিলিয়ন বেশি। ইনটেলের চাকরি ছেড়ে দিয়ে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক মিলে যে অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন তাকে নানা চড়াই-উৎরাই পার হতে হয়েছে, ঘটেছে নানা ঘটনা। কর্পোরেট ক্যুর মাধ্যমে প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে অ্যাপল থেকে বের করে দেয়া হয়েছিল। এরপর প্রতিষ্ঠানটি লোকসানের দায়ে ডুবতে বসেছিল। কিন্তু ১৯৯৭ সালে স্টিভ জবস আবার ফিরে অ্যাপলকে দাঁড় করান। ২০০১ সালে স্টিভ জবস প্রতিষ্ঠানটির পণ্য পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনেন এবং প্রতিষ্ঠানটি কম্পিউটারের পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতে শুরু করে। এ সিরিজের প্রথম পণ্য ছিল গান শোনার যন্ত্র আইপড। এরপর পণ্য তালিকায় যোগ হয় আইফোন। মূলত কম্পিউটারের পাশাপাশি ইলেকট্রনিক পণ্যের সাফল্যের সঙ্গে সঙ্গেই শুরু হয় অ্যাপলের জয়যাত্রা। পাশাপাশি স্টিভ জবসের নেতৃত্বেই দূরদর্শী কম্পিউটিং পণ্য হিসেবে যোগ হয় পাওয়ার ম্যাক, আইম্যাক, ম্যাকবুক এবং সর্বশেষ যোগ হয় বাজার-ছাপানো আইপ্যাড।
http://www.mzamin.com/index.php?option=com_content&view=article&id=16770:2011-08-13-16-10-40&catid=46:2010-08-29-13-50-00&Itemid=77
No comments:
Post a Comment